‘নমক হারাম’দের ভোট চাই না: বিহার নির্বাচন নিয়ে মুসলিমদের আক্রমণ গিরিরাজের

- আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, রবিবার
- / 186
পুবের কলম, ওয়েবডেস্ক: বিহার নির্বাচনের আগেই সাম্প্রদায়িকতার ত্রাস বিজেপির। সরাসরি সংখ্যালঘুদের টার্গেট করে বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। মুসলমানদের ‘নমক হারাম’ বিশ্বাসঘাত বলে আক্রমণ করলেন তিনি। তাঁর এই মন্তব্যকে ঘিরে ব্যাপক বির্তকের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, শনিবার বিহারের আরওয়াল জেলায় নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন গিরিরাজ। তখনই বেগুসরাইয়ের বিজেপি সাংসদ বলেন, “একবার আমি একজন ‘মৌলবী’ (ধর্মগুরু)-কে জিজ্ঞাসা করেছিলাম যে তাঁর আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড আছে কিনা? তিনি হ্যাঁ বলে উত্তর দিয়েছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম যে হিন্দু-মুসলিমের ভিত্তিতে কি এই কার্ড বিতরণ করা হয়? তখন তিনি নেতিবাচক উত্তর দিয়েছিলেন।”
এরপরই গিরিরাজ তোপ দেগে বলেন, “যখন আমি তাঁকে (মৌলবী) জিজ্ঞাসা করেছিলাম যে, সে আমাকে ভোট দিয়েছে কিনা? তিনি হ্যাঁ উত্তর দিয়েছিল। কিন্তু যখন আমি তাঁকে খোদার (ঈশ্বরের) নামে শপথ করতে বললাম, তিনি বললেন না, তিনি করেনি। মুসলমানরা সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নেয়, কিন্তু আমাদের ভোট দেয় না… এই ধরণের লোকদের ‘নমক হারাম’ বলা হয়। আমি মৌলবী সাহেবকে বলেছিলাম যে আমি ‘নমক হারাম’দের ভোট চাই না।”