পাকিস্তানের আতঙ্ক ধরিয়েছিল বিক্রান্ত: দীপাবলি উদযাপনে হুঙ্কার মোদির

- আপডেট : ২০ অক্টোবর ২০২৫, সোমবার
- / 99
পুবের কলম, ওয়েবডেস্ক: প্রতি বছরের মতো এবারও সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপারেশন সিঁদুরের পর দিওয়ালি পালন করতে আইএনএস বিক্রান্তে গেলেন তিনি। এদিন সেনাবাহিনীকে অভিবাদন করে মোদী বলেন,‘এই INS Vikrant-ই রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল পাকিস্তানের।
‘অপারেশন সিঁদুর’-এর সময়ে এই রণতরীর কারণে ঘুম উড়ে গিয়েছিল পাকিস্তানের।’ এখনও সমুদ্রের তরঙ্গের মাধ্যমে পাকিস্তানে আতঙ্ক ধরায় বিক্রান্ত, হুঙ্কার প্রধানমন্ত্রীর। মোদি বলেছেন, গোয়া এবং কারওয়ার উপকূলে এই জাহাজে নৌবাহিনীর কর্মীদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দেশের নৌবাহিনীর প্রশংসা করেছেন এবং ‘অপারেশন সিঁদুর’-এর সময়ে দেশীয় বিমানবাহী যুদ্ধজাহাজ INS Vikrant কী ভাবে পাকিস্তানকে নতজানু করেছিল, তা স্মরণ করেছেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, ‘বিক্রান্ত নামটিই শত্রুকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সেনার সঙ্গে দীপাবলি পালন করেন মোদি। গতবছর কার্গিলে গিয়েছিলেন তিনি। এবছর তিনি আলোর উৎসব পালন করলেন নৌসেনা জওয়ানদের সঙ্গে। আত্মনির্ভর ভারতের অন্যতম গর্ব আইএনএস বিক্রান্ত। ব্রহ্মোস, আকাশ-সহ অন্য দেশীয় মিসাইলেরও প্রশংসা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে।
Yoga on INS Vikrant!
Good to see brave naval personnel aboard India’s pride, INS Vikrant, take part in a Yoga session.
May Yoga continue to unite us and strengthen both our physical and mental well-being. pic.twitter.com/DLZZLkAgOI
— Narendra Modi (@narendramodi) October 20, 2025