ফের নিম্নচাপ দক্ষিণবঙ্গে

- আপডেট : ২২ অক্টোবর ২০২৫, বুধবার
- / 62
পুবের কলম প্রতিবেদক: আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করবে। তারপরেও নিম্নচাপটি বাংলার ওপরে খুব বেশি প্রভাব ফেলবে না। তবে ভাইফোঁটার পর আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী ৫দিন ভারী বৃষ্টির সতর্কতা নেই রাজ্যের কোনও জেলায়। তবে শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের সঙ্গে পরোক্ষ একটা সম্পর্ক রয়েছে। এই কারণে বায়ুমণ্ডলের নীচের স্তরেও সমুদ্র থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে। তার থেকে বৃষ্টির মেঘ তৈরি হবে। তবে এই বৃষ্টি সব জায়গায় হবে না। রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। দক্ষিণ আন্দামান সাগর ও তার লাগোয়া এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্তটি শক্তিশালী হয়ে কোথায় প্রভাব ফেলবে তা জানা যায়নি। জানা গিয়েছে, এই নিম্নচাপটির অভিমুখ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে রয়েছে। এই নিম্নচাপ তামিলনাড়ু-পুদুপুচেরি-অন্ধ্র উপকূল হয়ে যাবে। বুধবার সকাল থেকে কলকাতার আবহাওয়া বেশ কিছুটা গরম। আকাশে মেঘের ছিঁটেফোটাও নেই শহর কলকাতায়। দেওয়ালের দিন আকাশ ছিল পরিষ্কার। বৃহবৃস্পতিবারও ভাই ভোটার দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা সহ বেশ কয়েক বেলা বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। শনিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। ওইদিন থেকে উপকূলবর্তী এলাকার আকাশ থাকবে মেঘলা। শনিবার রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।