ফের ৬০০ বিএলও-কে শোকজ নোটিস নির্বাচন কমিশনের

- আপডেট : ২২ অক্টোবর ২০২৫, বুধবার
- / 105
পুবের কলম প্রতিবেদক: অনেকেই বিএলও’ দায়িত্বের চিঠি পেলেও যোগ দেননি। নিরাপত্তার জন্যই এই দায়িত্ব থেকে অব্যহতি চেয়েছেন শিক্ষক সহ বিভিন্ন দফতরের কর্মীদের একাংশ। বিএলও কাজে যোগ না দেওয়ার তালিকার মধ্যে বহু মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে। প্রায় ৬০০ বুথ লেভেল অফিসারকে (বিএলও) শো কজ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সূত্রের খবর, ওই সব বিএলও কাজ থেকে অব্যাহতি চেয়েছেন! কেন তাঁরা অব্যাহতি চাইছেন, সেই কারণ দর্শাতে বলা হয়েছে সংশ্লিষ্ট বিএলও-দের। নির্বাচন কমিশনের দফতর জানিয়েছে, একাধিক জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্টে দেখা যাচ্ছে, অনেক শিক্ষক-শিক্ষিকা বিএলও-র নিয়োগপত্র গ্রহণ করছেন না। কেন তাঁরা নিয়োগ চান না, তার কারণ ৭২ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়েছে। আগেও বেশ কয়েক জন বিএলও-কে একই কারণে শো কজ নোটিস ধরানো হয়েছে।
কমিশন সূত্রের খবর, ‘ম্যাপিং’-এর ক্ষেত্রে সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালের এসআইআর-তালিকা মিলিয়ে দেখা হচ্ছে এ রাজ্যেও। অন্য দিকে, সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠক রয়েছে দিল্লিতে।
নির্বাচন কমিশন জানিয়েছে, যারা নির্ধারিত সময়ে দায়িত্বগ্রহণ করেননি, বা প্রশিক্ষণে অনুপস্থিত থেকেছেন। তাঁদের নোটিশের মাধ্যমে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এমন উদাসীন আচরণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বুথ লেভেল অফিসাররা ভোটার তালিকা সংশোধনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা নতুন ভোটার নিবন্ধন, নাম সংশোধন এবং ঠিকানা যাচাইয়ের মতো কাজে প্রত্যক্ষভাবে জড়িত থাকেন। সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সি-গ্রেডের সরকারি কর্মচারী অথবা অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের এই কাজে নিয়োগ করা হয়।