প্রয়াগরাজে সাংবাদিক খুন, অভিযুক্তকে এনকাউন্টার ও গ্রেফতার
- আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 203
পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নির্মমভাবে খুন হলেন সাংবাদিক লক্ষ্মী নারায়ণ সিং ওরফে পাপ্পু (৫৪)। বৃহস্পতিবার সন্ধ্যায় সিভিল লাইনস এলাকার এক হোটেলের সামনে তাঁর উপর হামলা হয়। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন তিনি।
স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিশাল নামে এক দুষ্কৃতী এই হত্যাকাণ্ডে জড়িত। রাতে তল্লাশি চালিয়ে প্রয়াগরাজেই তাকে চিহ্নিত করে পুলিশ। পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ। গুলিতে তার পায়ে তিনটি গুলি লাগে।
পরে আহত অবস্থায় তাকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বাজার থেকে ছুরি কিনে পরিকল্পিতভাবে সাংবাদিকের উপর হামলা চালায় বিশাল ও তার সহযোগীরা।















































