ভারতে আসছে না পাকিস্তান হকি দল
- আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 124
পুবের কলম, ওয়েবডেস্ক: এশিয়া কাপ হকির পরে এ বার জুনিয়র বিশ্বকাপ হকিতেও ভারতে দল না পাঠানো সিদ্ধান্ত নিল পাকিস্তান হকি সংস্থা। শুক্রবার আন্তর্জাতিক হকি ফেডারেশনের তরফ থেকে এই খবর জনানো হয়েছে। প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চেন্নাই ও মাদুরাইয়ে আয়োজিত হতে চলেছে জুনিয়র বিশ্বকাপ হকি। আন্তর্জাতিক হকি ফেডারেশন জানিয়েছে, পাকিস্তানের পরিবর্তে নতুন একটি দল শীঘ্রই ঘোষণা করা হবে।
মোট ২৪টি দলকে নিয়ে বসতে চলে জুনিয়র হকি বিশ্বকাপের আসর। সেখানে ভারত, চিলি এবং সুইজারল্যান্ডের সঙ্গে একই গ্রুপে ছিল পাকিস্তান। এশিয়া কাপের মত এখানেও পাকিস্তানের সরে দাঁড়ানোর কারণ নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের ফল।
পাকিস্তান দলের জন্য জুনিয়ার বিশ্বকাপের দরজা অবশ্য খোলা থাকবে বলে জানিয়েছেন ভারতের হকি প্রধাণ দিলীপ তিরকে। তিনি বলেন, ‘যতদুর জানি, পাকিস্তান দল খেলতে আসছে না। ওরা আসবে কি না, সেটা ওদের ব্যাপার। তবে আমাদের পক্ষ থেকে সব সময়ই তাদের স্বাগত জানানো হবে। আমরা অবশ্য পাকিস্তানের জন্য অনন্তকাল অপেক্ষা করব না। ’ প্রসঙ্গত, পাকিস্তান দল এশিয়া কাপ হকিতে খেলতে না আসায় তাদের জায়গায় টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।



















































