ত্রিপুরায় পুলিশের উপর হামলা, ওসি-কে গাড়ি থেকে নামিয়ে মাটিতে ফেলে মারধর, উত্তেজনা বিলোনিয়ায়
- আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, রবিবার
- / 60
ত্রিপুরায় পুলিশের উপর হামলা, ওসি-কে গাড়ি থেকে নামিয়ে মাটিতে ফেলে মারধর, উত্তেজনা বিলোনিয়ায়
পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি শাসিত ত্রিপুরায় ফের চাঞ্চল্যকর ঘটনা। কালিপুজোর বিসর্জনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায়, আর সেই সংঘর্ষ মেটাতে গিয়ে আক্রান্ত হন পুলিশ আধিকারিক। অভিযোগ, স্থানীয় এক ক্লাবের সদস্যরা থানার ওসি শিবু রঞ্জন দে–কে গাড়ি থেকে নামিয়ে মাটিতে ফেলে মারধর করে।

ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। জানা গেছে, দুটি ক্লাবের মধ্যে বিসর্জনকে ঘিরে শুরু হয় তর্কাতর্কি ও ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে ওসি বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি ওরিয়েন্টাল ক্লাবের মাইক বন্ধ করতে বললে ক্ষোভ বাড়ে। এরপরই কয়েকজন সদস্য তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। ওসি গুরুতরভাবে আহত হন। পরে অতিরিক্ত পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে।
ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধীরা বলছে, বিজেপি শাসিত রাজ্যে পুলিশের নিরাপত্তাই যদি না থাকে, তাহলে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত—সেটাই এখন প্রশ্ন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে পুলিশের উপর হামলার ঘটনা নিয়ে বিজেপি প্রায়ই সমালোচনা করে এসেছে। কিন্তু পাশের রাজ্য ত্রিপুরার এই ঘটনাই দেখাচ্ছে আইন-শৃঙ্খলার অবনতি বিজেপি শাসিত রাজ্যেও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

















































