পুবের কলম, ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর পুট্টেনহাল্লির শ্রীরাম মন্দির এলাকায় নৃশংস ঘটনায় শিহরিত শহর। অভিযোগ, গাড়িতে বাইকের সামান্য ঘষা লাগায় রাগের মাথায় বাইক আরোহী দুই ডেলিভারি বয়কে ধাওয়া করে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারেন এক দম্পতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৪ বছর বয়সি দর্শন নামে এক তরুণের, গুরুতর আহত তাঁর বন্ধু বরুণ।
পুলিশ সূত্রে জানা যায়, দর্শন ও বরুণ বাইকে যাচ্ছিলেন, সেই সময় তাদের বাইক দম্পতির গাড়িতে সামান্য ধাক্কা দেয়। গাড়ির আয়না ভেঙে যায়। প্রথমে বিষয়টি মিটে গেলেও পরে ক্ষিপ্ত হয়ে ওঠেন গাড়িচালক মনোজ কুমার ও তাঁর স্ত্রী আরতি শর্মা। কয়েক কিলোমিটার ধাওয়া করে তাঁরা বাইকটিকে জোরে ধাক্কা মারেন। দুজনকে মাটিতে ফেলে পালিয়ে যায় গাড়িটি।
সিসি ক্যামেরার ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়ে। এরপরই পুলিশ গ্রেফতার করে ওই দম্পতিকে। মনোজ একজন শরীরচর্চা শিক্ষক বলে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।






























