উর্দু বিশ্বের সবচেয়ে সুন্দর ভাষা: কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু
- আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 256
পুবের কলম, ওয়েবডেস্ক: সংখ্যালঘু বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বুধবার উর্দুকে “বিশ্বের সবচেয়ে সুন্দর ভাষা” বলে উল্লেখ করেছেন। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি হিন্দু-মুসলিম সম্প্রীতির গুরুত্বও তুলে ধরেন।
মন্ত্রী বলেন, “আমি উর্দু খুব বেশি জানি না, কিন্তু বলতে পারি— উর্দু বিশ্বের সবচেয়ে সুন্দর ভাষা।” তিনি অনুষ্ঠানে বাজানো গানেরও প্রশংসা করেন।
রিজিজু বলেন, স্বীকৃত ছয়টি সংখ্যালঘু সম্প্রদায়ের (খ্রিষ্টান, মুসলিম, পারসি, জৈন, শিখ ও বৌদ্ধ) মধ্যে মুসলিমরাই সবচেয়ে বড় সংখ্যালঘু। তিনি জোর দিয়ে বলেন, হিন্দু-মুসলিম ঐক্য ছাড়া ভারতের উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, “যদি হিন্দু ও মুসলিমরা শান্তিতে থাকে, তবে অন্যান্য ক্ষুদ্র সম্প্রদায়ও দেশের উন্নয়নে অবদান রাখবে। জামিয়া মিলিয়া ইসলামিয়া এমন একটি প্রতিষ্ঠান, যেখান থেকে এই বার্তা ছড়িয়ে দেওয়া যেতে পারে।”
মন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিক্ষা নীতি (NEP) বাস্তবায়ন প্রশংসনীয়। পাশাপাশি সংসদের কার্যপ্রণালী নিয়েও তিনি বলেন, “বিভিন্ন মত ও অঞ্চলের এমপিদের বিতর্ক গণতন্ত্রের প্রাণচিহ্ন।”
শেষে তিনি বলেন, “ভারতের সংবিধানই আমাদের নিরাপত্তার ভিত্তি, এটি প্রতিটি সমস্যার সমাধান দেয়।”












































