বিহারে নির্বাচনী ইশতেহার প্রকাশ করল এনডিএ, প্রতিশ্রুতির বন্যা!
- আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 159
পুবের কলম, ওয়েবডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার আগে বৃহস্পতিবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করল এনডিএ জোট। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতীশ কুমার, বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানসহ জোটের শীর্ষ নেতারা।
মহাগঠবন্ধনের মতো এনডিএও কর্মসংস্থানের ওপর জোর দিয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এক কোটি সরকারি চাকরি এবং প্রতিটি পরিবারে অন্তত একজনের সরকারি কর্মসংস্থান নিশ্চিত করার। নারীদের জন্য ঘোষণা করা হয়েছে ‘লক্ষপতি দিদি’ প্রকল্প। অবকাঠামো উন্নয়নে ইশতেহারে রয়েছে ৭টি এক্সপ্রেসওয়ে, ৩,৬০০ কিমি রেলপথ আধুনিকীকরণ, পাটনা, দারভাঙ্গা, পূর্ণিয়া ও ভাগলপুরে আন্তর্জাতিক বিমানবন্দর এবং চারটি শহরে মেট্রো প্রকল্প। শিল্পক্ষেত্রে প্রতিটি জেলায় কারখানা, ১০টি নতুন শিল্প পার্ক, ১০০টি এমএসএমই পার্ক ও ৫০,০০০ কুটির শিল্প গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কৃষকদের জন্য করপুরী ঠাকুর কিষাণ সম্মান নিধি প্রকল্পে ৯,০০০ টাকা বার্ষিক সহায়তা এবং জেলেদের জন্যও একই পরিমাণ অনুদান ঘোষণা করা হয়েছে।
শিক্ষাক্ষেত্রে প্রতিশ্রুতি, দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের জন্য ‘কেজি থেকে পিজি’ পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, স্কুলে পুষ্টিকর খাবার, এবং প্রতিটি জেলায় বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা ও মেডিকেল কলেজ। এনডিএ আরও জানিয়েছে, সীতার জন্মস্থান ‘সীতাপুরম’-কে আধ্যাত্মিক শহর হিসেবে গড়ে তোলা হবে, পাশাপাশি রামায়ণ, জৈন, বৌদ্ধ ও গঙ্গা করিডোর নির্মাণও করা হবে।












































