দিল্লির নতুন নাম হোক ‘ইন্দ্রপ্রস্থ’, দেশের রাজধানীর নাম বদলের দাবি বিজেপি সাংসদের
- আপডেট : ১ নভেম্বর ২০২৫, শনিবার
- / 108
পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের রাজধানীর নাম বদলের দাবি তুলল বিজেপি সাংসদ। ইতিমধ্যে নয়াদিল্লির নাম বদলের দাবি তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ প্রবীণ খাণ্ডেলওয়াল। তিনি দাবি তুলেছেন, কেবল এক আধুনিক মহানগর নয়, ভারতীয় সভ্যতার আত্মা হল দিল্লি। বদলে ফেলা হোক এর নাম। দিল্লির নতুন নাম হোক ‘ইন্দ্রপ্রস্থ’।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে পদ্ম সাংসদ লিখেছেনে, ‘দিল্লির ইতিহাস কেবল হাজার হাজার বছরের পুরনো নয়। বরং ভারতীয় সভ্যতার আত্মা ও ‘ইন্দ্রপ্রস্থ’ শহরের প্রাণবন্ত ঐতিহ্যকেও মূর্ত করে তোলে, যা পাণ্ডবরা প্রতিষ্ঠা করেছিল। ইন্দ্রপ্রস্থের পবিত্র ভূমিতে পাণ্ডবদের মূর্তি স্থাপন ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং বিশ্বাসকে পুনরুজ্জীবিত করবে। পাণ্ডবদের নীতি, ধার্মিকতা এবং সাহসের এই প্রতীক নতুন প্রজন্মকে ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং বিশ্বাসের কথা মনে করিয়ে দেবে। তা এক গৌরবময় ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত হবে।’
উল্লেখ্য, এর আগে বহু রাস্তা, ইমারত, জায়গা এমনকী রেল স্টেশনের নামও বদলেছে মোদি সরকার। মোঘল গার্ডেনের নাম বদলে করা হয়েছে অমৃত উদ্যান। হোশাঙ্গাবাদ হয়েছে নর্মদাপুরম। মোঘলসরাই স্টেশনের নাম দীনদয়াল উপাধ্যায় করা থেকে এলাহাবাদের নাম প্রয়াগরাজ করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই কেন্দ্রের বিরুদ্ধে ইসলামিক সংস্কৃতি মুছে ফেলার অভিযোগ উঠেছে।











































