০২ নভেম্বর ২০২৫, রবিবার, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনগামী ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাত, আহত অন্তত ১০

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২ নভেম্বর ২০২৫, রবিবার
  • / 169

শনিবার গভীর রাতে কেমব্রিজশায়ারের হান্টিংডনের কাছে লন্ডনগামী এক ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনা ঘটল। দুই আততায়ী যাত্রীদের উপর এলোপাথাড়ি হামলা চালিয়ে অন্তত ১০ জনকে গুরুতরভাবে জখম করে। পুলিশ দ্রুত ট্রেনের অবস্থান ট্র্যাক করে হান্টিংডন স্টেশনে ট্রেন থামিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনের কামরায় রক্তে ভেসে গিয়েছিল মেঝে, আতঙ্কে বহু যাত্রী শৌচাগারে লুকিয়েছিলেন। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার ঘটনাটিকে “ভয়াবহ” বলে বর্ণনা করেছেন এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটেনে ছুরি অপরাধ বেড়েছে উদ্বেগজনক হারে। সরকার জানিয়েছে, এক দশকের মধ্যে ছুরি অপরাধ অর্ধেকে নামাতে ইতিমধ্যেই প্রায় ৬০,০০০ ছুরি বাজেয়াপ্ত করা হয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লন্ডনগামী ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাত, আহত অন্তত ১০

আপডেট : ২ নভেম্বর ২০২৫, রবিবার

শনিবার গভীর রাতে কেমব্রিজশায়ারের হান্টিংডনের কাছে লন্ডনগামী এক ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনা ঘটল। দুই আততায়ী যাত্রীদের উপর এলোপাথাড়ি হামলা চালিয়ে অন্তত ১০ জনকে গুরুতরভাবে জখম করে। পুলিশ দ্রুত ট্রেনের অবস্থান ট্র্যাক করে হান্টিংডন স্টেশনে ট্রেন থামিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনের কামরায় রক্তে ভেসে গিয়েছিল মেঝে, আতঙ্কে বহু যাত্রী শৌচাগারে লুকিয়েছিলেন। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার ঘটনাটিকে “ভয়াবহ” বলে বর্ণনা করেছেন এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটেনে ছুরি অপরাধ বেড়েছে উদ্বেগজনক হারে। সরকার জানিয়েছে, এক দশকের মধ্যে ছুরি অপরাধ অর্ধেকে নামাতে ইতিমধ্যেই প্রায় ৬০,০০০ ছুরি বাজেয়াপ্ত করা হয়েছে।