সেনার অভিযানে নিহত ৪ কুকি বিদ্রোহী, উদ্ধার অস্ত্র-বিস্ফোরক
- আপডেট : ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 108
পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতীয় সেনার বিশেষ অভিযানে নিহত হল ‘ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি’ (ইউকেএনএ)-র চার সদস্য। বিদ্রোহ দমনে মণিপুরের চূড়াচাঁদপুরে জেলায় মঙ্গলবার বিশেষ অভিযান চালায় সেনা। সেই অপারেশনে তাদের খতম করা হয়।
সূত্রের খবর, চূড়াচাঁদপুর শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত খানপি গ্রামে ঘটে এই সেনা-কুকি সংঘর্ষ। এই অভিযানের পোশাকি নাম রাখা হয়েছে ‘অপারেশন খানপি’। অভিযানের সময়ে সেনার হাত থেকে বাঁচতে জঙ্গলে গা ঢাকা দেয় কুকিরা। বনের ভিতর তারা এককোণে হয়ে পড়লে সেনার উপর পাল্টা গুলি চালায়। জবাবে ভারতীয় সেনার গুলিতে খতম হয় চার ইউকেএনএ-র চার সদস্য।
সম্প্রতিই ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করেছে সেনা ও পুলিশ। গত কয়েক মাসে এই এলাকায় UKNA বিদ্রোহীদের অতিসক্রিয়তা নজরে এসেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ দিন অভিযান চালানো হয় চূড়াচাঁদপুরের ওই অঞ্চলে। দক্ষিণ মণিপুরের পাহাড়ি অঞ্চলে অশান্তি দমন করে শান্তি ফেরাতেই এই উদ্যোগ ভারতীয় সেনার। এদিন সেনা জানিয়েছে, বিদ্রোহীদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক মিলেছে। অশান্তি ও উত্তেজনা দমনে এলাকায় মোতায়েন করা হয়েছে আরও সেনা।



























