সম্মতিতে যৌন সম্পর্কের ক্ষেত্রে অপব্যবহার হচ্ছে পকসো আইনের: পর্যবেক্ষণ আদালতের
- আপডেট : ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 56
পুবের কলম, ওয়েবডেস্ক: বহু ক্ষেত্রে ধর্ষণের ভুয়ো অভিযোগ তুলে ফাঁসানোর ঘটনা সামনে এসেছে। অনেকেই অসৎ উদ্দেশ্য পূরণে লক্ষ্যে ভুয়ো ধর্ষণের অভিযোগ করে থাকে। এই বিষয়ে ছেলেদের সতর্ক করতে বলল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে শিশু সুরক্ষা আইনের (পকসো) অপব্যবহার হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্ট এক পর্যবেক্ষণে জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি কিংবা কিশোর-কিশোরীদের মধ্যে সম্মতিক্রমে যৌন সম্পর্কের ক্ষেত্রে এই আইনের সাহায্য নেওয়া হচ্ছে। অর্থাৎ সুপ্রিম পর্যবেক্ষণেই স্পষ্ট হচ্ছে, এই আইনের অপব্যবহার হচ্ছে।
সূত্রের খবর, মঙ্গলবার পকসো আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়ে একটি জনস্বার্থ মামলার শুনানি হয় শীর্ষ আদালতে। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ পর্যবেক্ষণ করেছে, বৈবাহিক সম্পর্কে অশান্তি এবং কিশোর-কিশোরীদের মধ্যে সম্মতিতে যৌন সম্পর্কের ক্ষেত্রে পকসো আইনের অপব্যবহার হচ্ছে। দেশের বহু কিশোর ও তরুণ এই আইনের ধারাগুলি সম্পর্কে সচেতন নয়। এই বিষয়ে সচেতনতা জরুরি। উল্লেখ্য, পকসো আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে জনস্বার্থ মামলাটি দায়ের করেন আইনজীবী আবাদ হর্ষদ পোন্ডার।



























