০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বেসরকারী ফলাফলে জয়ী, নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ৫ নভেম্বর ২০২৫, বুধবার
  • / 149

 

নিউইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি বিজয়ী হয়েছেন এবং এর মধ্য দিয়ে ইতিহাস গড়তে চলেছেন তিনি। বেসরকারি ফলাফল অনুযায়ী, মামদানি স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন।

বুধবার এক প্রতিবেদনে আলজাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সূত্রে জানায়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী শহর নিউইয়র্কের এই নির্বাচন ছিল জাতীয়ভাবে নজরকাড়া। ফলাফলে দেখা যায়, প্রগতিশীল নীতির পক্ষে অবস্থান নেওয়া মামদানি দৃঢ় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ধ্যানধারণার অনুসারী মামদানি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, ভাড়া নিয়ন্ত্রণ, বিনা মূল্যে শিশুযত্ন ও জনপরিবহন ব্যবস্থার সম্প্রসারণের দাবিতে সোচ্চার। তাঁর এই সামাজিক কর্মসূচিই তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের বড় অংশকে আকৃষ্ট করেছে।

বিশ্লেষকদের মতে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা ক্ষমতায় ফেরার পর এই নির্বাচন যুক্তরাষ্ট্রে বহুত্ববাদ ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এক মুসলিম প্রার্থী হিসেবে নিউইয়র্কের মতো একটি শহরে জোহরানের বিজয় মার্কিন রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেসরকারী ফলাফলে জয়ী, নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

আপডেট : ৫ নভেম্বর ২০২৫, বুধবার

 

নিউইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি বিজয়ী হয়েছেন এবং এর মধ্য দিয়ে ইতিহাস গড়তে চলেছেন তিনি। বেসরকারি ফলাফল অনুযায়ী, মামদানি স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন।

বুধবার এক প্রতিবেদনে আলজাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সূত্রে জানায়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী শহর নিউইয়র্কের এই নির্বাচন ছিল জাতীয়ভাবে নজরকাড়া। ফলাফলে দেখা যায়, প্রগতিশীল নীতির পক্ষে অবস্থান নেওয়া মামদানি দৃঢ় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ধ্যানধারণার অনুসারী মামদানি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, ভাড়া নিয়ন্ত্রণ, বিনা মূল্যে শিশুযত্ন ও জনপরিবহন ব্যবস্থার সম্প্রসারণের দাবিতে সোচ্চার। তাঁর এই সামাজিক কর্মসূচিই তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের বড় অংশকে আকৃষ্ট করেছে।

বিশ্লেষকদের মতে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা ক্ষমতায় ফেরার পর এই নির্বাচন যুক্তরাষ্ট্রে বহুত্ববাদ ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এক মুসলিম প্রার্থী হিসেবে নিউইয়র্কের মতো একটি শহরে জোহরানের বিজয় মার্কিন রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।