রাস পূর্ণিমায় স্নানের জন্য যাত্রা, উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬
- আপডেট : ৫ নভেম্বর ২০২৫, বুধবার
- / 73
পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের মির্জাপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, রাস পূর্ণিমায় গঙ্গায় পবিত্র স্নানের জন্য চোপান থেকে বারাণসী যাচ্ছিলেন। চূণার রেল স্টেশনে তাড়াহুড়ো করে রেল লাইন পার হতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।
রেল পুলিশ জানায়, সকাল সওয়া ৯টার দিকে গোমো, প্রয়াগরাজ এক্সপ্রেস থেকে নেমে তারা তাড়াহুড়ো করে রেললাইন পার হচ্ছিলেন। ঠিক সেই সময় তৃতীয় প্ল্যাটফর্ম দিয়ে দ্রুতগতিতে আসছিল কালকা মেল, যা মুহূর্তের মধ্যেই তাদের ধাক্কা দেয়।
স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে সবাই দক্ষিণাঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা বা সতর্কীকরণ ব্যবস্থা ছিল না।
































