জন্মদিনে ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়-২’ চালুর ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
- আপডেট : ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার
- / 91
পুবের কলম, ওয়েবডেস্ক: জন্মদিনে শুভেচ্ছার ভালোবাসার প্রতিদান দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়-২’ চালুর ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ।
অভিষেক জানান, চলতি বছরের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২২ জানুয়ারি পর্যন্ত চলবে ‘সেবাশ্রয়-২’-এর স্বাস্থ্য শিবির, যেখানে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবেন। এরপর ২৪ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় হবে মেগা ক্যাম্প।
এক্স হ্যান্ডলে অভিষেক লিখেছেন, “মানবসেবার কর্তব্যকে শিরোধার্য করে আবারও ফিরছে সেবাশ্রয়। সাধারণ মানুষের সেবাই আমার মূল লক্ষ্য।”
স্বাস্থ্য শিবিরগুলি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। তৃণমূল সূত্রে জানা গেছে, এবার আরও আধুনিক পরিকাঠামো ও বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন ‘সেবাশ্রয়-২’-এর ক্যাম্পগুলোতে।
কিন্তু কবে কোন এলাকার জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে, সেই তথ্যও জানিয়েছেন সাংসদ।
মহেশতলা বিধানসভা কেন্দ্র: ১-৭ ডিসেম্বর
মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র: ৮-১৪ ডিসেম্বর
বজবজ বিধানসভা কেন্দ্র: ১৫-২১ ডিসেম্বর
বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র: ২২-৩০ ডিসেম্বর
সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র: ২-৮ জানুয়ারি
ফলতা বিধানসভা কেন্দ্র: ৯-১৫ জানুয়ারি
ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র: ১৬-২২ জানুয়ারি



















































