ফের আত্মঘাতী নিট পড়ুয়া, পড়াশোনার চাপেই চরম পদক্ষেপ মুহাম্মদের
- আপডেট : ৮ নভেম্বর ২০২৫, শনিবার
- / 65
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের আত্মঘাতী এক নিট পরীক্ষার্থী। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের কানপুর। জানা গিয়েছে, পড়াশোনার অতিরিক্ত চাপে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন ২১ বছরের নিট পড়ুয়া। সেই চাপ সহ্য করতে না পেরে নিজের হোস্টেলের ঘরেই আত্মহত্যা করেন ওই পড়ুয়া। মৃতের নাম মুহাম্মদ আন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন ওই পড়ুয়া। হোস্টেলের ঘর থেকে সুইসাইড নোটটি উদ্ধার করা হয়েছে।
সূত্রের খবর, মৃত পড়ুয়া রামপুরের বাসিন্দা। গত চারদিন ধরে রায়াতপুরের এক হোস্টেলে থাকছিলেন সে। পড়াশোনার অতিরিক্ত চাপে বিধ্বস্ত হয়ে পড়েছিল পড়ুয়া। অবশেষে চরম পদক্ষেপ নেয় ওই পড়ুয়া। মৃতের এক বন্ধু জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তাঁকে নামাজে যাওয়ার জন্য ব্লা হয়। কিন্তু মহম্মদ যেতে রাজি হননি। নামাজ শেষে ফিরে এসে ইমদাদ দেখেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। একাধিকবার দরজা ধাক্কাধাক্কি করে, ডেকেও তাঁর সাড়া পাওয়া যায়নি। এরপরই পুলিশকে খবর দেন ইমদাদ। পুলিশ এসে দরজা ভেঙ্গে পড়ুয়ার দেহ উদ্ধার করে।









































