০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সবথেকে বড় এবং আধুনিক যুদ্ধজাহাজ দিল চিন, আরও ক্ষমতা বাড়ল পাক নৌসেনার

মাসুদ আলি
  • আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার
  • / 11

পুবের কলম ওয়েবডেস্ক : আফগানিস্তানে ক্ষমতায় ফিরেছে তালিবান।ভারতে ক্ষমতায় আরএসএসের শিষ্য বিজেপি।পাকিস্তানে ইমরানের দল। মরিকীন যুক্তরাষ্ট্র আফগান মূলক থেকে তল্পিতল্পা গুটিয়ে পালিয়েছে। ঠিক এমন অবস্থায় চিনের কাছ থেকে আধুনিক যুদ্ধজাহাজ পেল পাকিস্তান। সে দেশের সরকারি সংবাদমাধ্যম সূত্রে দাবি, এর আগে এত বড় যুদ্ধজাহাজ দেয়নি চিন।

চিনের স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন লিমিটেড (সিএসএসসি) এই পেল্লায় যুদ্ধজাহাজটি বানিয়েছে । চিনের সরকারি সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ জানিয়েছে, সাংহাইয়ে একটি অনুষ্ঠানে জাহাজটি আনুষ্ঠানিক ভাবে পাক নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। যুদ্ধজাহাজটির নাম দেওয়া হয়েছে ‘পিএনএস তুঘ্রিল’। এর ফলে পাকিস্তানের নৌবাহিনীর শক্তি এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল বলে সে দেশের সেনা সূত্রে দাবি করা হয়েছে।

গ্লোবাল টাইমসের দাবি, ‘পিএনএস তুঘ্রিল’ প্রযুক্তিগত ভাবে অত্যন্ত উন্নত এবং ভূমি থেকে ভূমি, ভূমি থেকে আকাশ কিংবা জলের তলায় শত্রু নিকেশে করতে সমান কার্যকরী। পাশাপাশি রয়েছে নজরদারির ক্ষমতা। শত্রুপক্ষের যে কোনও হামলা মোকাবিলায় সক্ষম এই রণতরী।চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, এর আগে এত বড় এবং এত আধুনিক প্রযুক্তি সম্পন্ন রণতরী রফতানি করেনি চিন।

পাকিস্তানের কাছে এমন রণতরী চলে আসার পর খুব সংগত কারণেই প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন মনে করেনি নয়াদিল্লি। তবে ইটা বুঝতে বাকি নেই যে চিন চাইছে পাকিস্তানকে সমরাস্ত্রে আরও শক্তিশালী করে আসলে ভারতকে চেইপ রাখতে। তবে ভারতের কাছে যে সমরাস্ত্র রয়েছে তার ধরে কাছে এখনও পাকিস্তান নেই।ভারত ও পাকিস্তানের ভিতরে স্নায়বিক সমস্যা তৈরী চেটে রয়েছে চিন। এমন বলছেন বহু নেটিজেন। সে কারণেই তারা পাকিস্তনকে যুদ্ধজাহাজ দিয়ে তার ঢালাও প্রচার করেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সবথেকে বড় এবং আধুনিক যুদ্ধজাহাজ দিল চিন, আরও ক্ষমতা বাড়ল পাক নৌসেনার

আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : আফগানিস্তানে ক্ষমতায় ফিরেছে তালিবান।ভারতে ক্ষমতায় আরএসএসের শিষ্য বিজেপি।পাকিস্তানে ইমরানের দল। মরিকীন যুক্তরাষ্ট্র আফগান মূলক থেকে তল্পিতল্পা গুটিয়ে পালিয়েছে। ঠিক এমন অবস্থায় চিনের কাছ থেকে আধুনিক যুদ্ধজাহাজ পেল পাকিস্তান। সে দেশের সরকারি সংবাদমাধ্যম সূত্রে দাবি, এর আগে এত বড় যুদ্ধজাহাজ দেয়নি চিন।

চিনের স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন লিমিটেড (সিএসএসসি) এই পেল্লায় যুদ্ধজাহাজটি বানিয়েছে । চিনের সরকারি সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ জানিয়েছে, সাংহাইয়ে একটি অনুষ্ঠানে জাহাজটি আনুষ্ঠানিক ভাবে পাক নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। যুদ্ধজাহাজটির নাম দেওয়া হয়েছে ‘পিএনএস তুঘ্রিল’। এর ফলে পাকিস্তানের নৌবাহিনীর শক্তি এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল বলে সে দেশের সেনা সূত্রে দাবি করা হয়েছে।

গ্লোবাল টাইমসের দাবি, ‘পিএনএস তুঘ্রিল’ প্রযুক্তিগত ভাবে অত্যন্ত উন্নত এবং ভূমি থেকে ভূমি, ভূমি থেকে আকাশ কিংবা জলের তলায় শত্রু নিকেশে করতে সমান কার্যকরী। পাশাপাশি রয়েছে নজরদারির ক্ষমতা। শত্রুপক্ষের যে কোনও হামলা মোকাবিলায় সক্ষম এই রণতরী।চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, এর আগে এত বড় এবং এত আধুনিক প্রযুক্তি সম্পন্ন রণতরী রফতানি করেনি চিন।

পাকিস্তানের কাছে এমন রণতরী চলে আসার পর খুব সংগত কারণেই প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন মনে করেনি নয়াদিল্লি। তবে ইটা বুঝতে বাকি নেই যে চিন চাইছে পাকিস্তানকে সমরাস্ত্রে আরও শক্তিশালী করে আসলে ভারতকে চেইপ রাখতে। তবে ভারতের কাছে যে সমরাস্ত্র রয়েছে তার ধরে কাছে এখনও পাকিস্তান নেই।ভারত ও পাকিস্তানের ভিতরে স্নায়বিক সমস্যা তৈরী চেটে রয়েছে চিন। এমন বলছেন বহু নেটিজেন। সে কারণেই তারা পাকিস্তনকে যুদ্ধজাহাজ দিয়ে তার ঢালাও প্রচার করেছে।