বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালনের কর্মসূচির সূচনা হবে শহীদ তিতুমীরের যুদ্ধক্ষেত্র নারকেলবেড়িয়ায়
- আপডেট : ১০ নভেম্বর ২০২৫, সোমবার
- / 82
পুবের কলম প্রতিবেদক: আগামী ১৯ নভেম্বর ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী শহিদ তিতুমীরের আত্মোৎসর্গ দিবস উপলক্ষে নারকেলবেড়িয়া শহীদ তিতুমীর মিশনের উদ্যোগে এক মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯ থেকে ২৫ নভেম্বর ২০২৫ বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালনের সূচনা হবে ঐদিন তিতুমীরের যুদ্ধক্ষেত্র নারকেলবেড়িয়ায়। এই উপলক্ষে সোমবার বাদুড়িয়ার দক্ষিণ চাতরায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও দেশকাল পত্রিকার সম্পাদক শ্যামল ঘোষ, শহীদ তিতুমীর মিশনের সম্পাদক রবিউল হক, সভাপতি সোভহান সরদার, সদস্য ডা. নুরুল আমিন, সংগঠনীর সভাপতি অমল কান্তি দত্ত, সম্পাদক প্রবীর কুমার রায়, আটঘরা সংহতি কেন্দ্রের সম্পাদক পলাশ বর্ধন, শিক্ষক ও সাংবাদিক এনামুল হক সহ মিশনের কর্মকর্তারা। সভা মুখ্য তথা দেশকাল পত্রিকার সম্পাদক ও গ্রেটার দমদম হেরিটেজ প্রিজার্ভেশন সোসাইটি ও পিপলস গ্রীন সোসাইটির পক্ষে শ্যামল ঘোষ বলেন, পরাধীন ভারতের কৃষক বিদ্রোহের নায়ক তিতুমীরের আশ্চর্য সৃষ্টি বাঁশের কেল্লার স্মৃতি বহনকারী বাদুড়িয়া থানার নারকেলবেড়িয়ার শহীদ তিতুমীর মিশন ও রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের দাবি অনুযায়ী এই এলাকাকে হেরিটেজ ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বিষয়ে জনমত সম্বলিত একটি গণস্বাক্ষর গ্রহণ শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর শুক্রবার বিকেল তিনটেয়। নারকেলবেড়িয়ায় বাঁশেরকেল্লার পূণ্যভূমিতে সকল তিতুমীরপ্রেমী ও নারকেলবেড়িয়ার ঐতিহ্য রক্ষাকামী সকল নাগরিককে ওইদিন যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান করা হয়েছে শহীদ তিতুমীর মিশনের কর্মকর্তাদের পক্ষ থেকে। এদিনের সভায় তিতুমীর মিশন কর্তৃক প্রকাশিত “বঙ্গবীর তিতুমীর” স্মারক গ্রন্থটি সংগঠনীর সম্পাদক প্রবীর কুমার রায়ের হাতে তুলে দেওয়া হয়। সংগঠনী প্রতিষ্ঠিত চাতরা আঞ্চলিক পাঠাগারে এই অমূল্য ঐতিহাসিক গ্রন্থটি রাখা হবে বলে জানান প্রবীর বাবু।


































