আমাদের জয় নিশ্চিত, এবার বাংলার পালা: বিহার ফলাফল নিয়ে দাবি গিরিরাজের
- আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার
- / 106
পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারে ভোটগণনা শুরুর পর থেকেই বড়সড় লিড নিয়ে এগিয়ে রয়েছে এনডিএ জোট। এখন পর্যন্ত ১৫০ টির বেশি আসনে এগিয়ে নীতীশ-মোদি জোট। ৫১ আসনে এগিয়ে মহাগটবন্ধন। বিহারে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলতেই বাংলা নিয়ে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। এদিন তিনি বলেন, ‘যাঁরা বিহারকে বোঝেন তাঁরা জানেন, এখানে মানুষ জঙ্গলরাজ ফেরাতে চান না। তাঁরা আগেই দুর্নীতিগ্রস্থ নেতাদের সরিয়ে দিয়েছে।’ ভোটগণনার ফল নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সাফ জানান, বিহারে এবারও এনডিএ জোটেরই জয় হবে। আমাদের জয় নিশ্চিত।
এরপরই বাংলাতেও বিজেপি সরকার গড়বে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। গিরিরাজ বলেন, ‘এবার বাংলার পালা। আমরা বাংলাতেও সরকার তৈরি করব। ওখানকার সরকার অরাজকতায় পরিপূর্ণ।’





























