SIR-এ নাগরিকত্ব হারানোর আশঙ্কা, ঠাকুরবাড়ির অনশনে মতুয়াদের পাশে তৃণমূলের প্রতিনিধিদল
- আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, রবিবার
- / 346
পুবের কলম, ওয়েবডেস্ক: SIR প্রক্রিয়ার ফলে নাগরিকত্ব হারানোর আশঙ্কায় টানা বারো দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ। এই আন্দোলনের মধ্যে রবিবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে পৌঁছে অনশনকারীদের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের তিন প্রতিনিধি—শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী এবং তন্ময় ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়েই তাঁরা মতুয়াদের সঙ্গে আলোচনায় বসেন। এর আগে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও অনশন মঞ্চে গিয়েছিলেন।
মতুয়াদের অভিযোগ, SIR-এর ফলে বহু মানুষের নাম বাদ পড়তে পারে। সেই আশঙ্কা থেকেই তারা শুরু থেকেই এই প্রক্রিয়ার বিরোধিতা করছেন। যদিও বিজেপি প্রকাশ্যে SIR-এর পক্ষে অবস্থান নিয়েছে, রাজনৈতিক মহলের মতে—বর্তমানে এই ইস্যুতেই সবচেয়ে বেশি চাপে গেরুয়া শিবির। কারণ মতুয়া সংঘাধিপতি ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, “কারও নাম বাদ গেলে প্রয়োজনে CAA-এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে।” তবে তাঁর এই বক্তব্য মতুয়াদের আশ্বস্ত করতে পারেনি। বরং দিন যত যাচ্ছে, আতঙ্ক তত বাড়ছে।
ঠাকুরবাড়ির অনশন মঞ্চে রয়েছেন সাংসদ মমতাবালা ঠাকুরও। দীর্ঘ অনশনে ইতিমধ্যেই কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। আন্দোলনকারী মতুয়াদের দাবি, প্রয়োজনে বৃহত্তর আন্দোলন হবে—দিল্লিতেও অনশন করার প্রস্তুতি চলছে।
রাজনৈতিক মহল মনে করছে, SIR ইস্যুকে কেন্দ্র করে বাংলায় শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চলছে তীব্র টানাপোড়েন। ইতিমধ্যেই সিপিএম, কংগ্রেস এবং এখন তৃণমূলের প্রতিনিধিদের ঠাকুরবাড়িতে দেখা গেছে। আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন,“একজনও বৈধ ভোটারের নাম বাদ পড়লে বৃহৎ আন্দোলন হবে। প্রয়োজনে ১ লক্ষ মানুষকে নিয়ে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।” বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে মতুয়াদের বড় একটি অংশ বিজেপিমুখী হলেও, তৃণমূলও এই ভোটব্যাঙ্কে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। তাই রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, সে কারণেই তৃণমূল প্রতিনিধি দলের আকস্মিক ঠাকুরবাড়ি সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।
















































