পুবের কলম, ওয়েবডেস্ক: কসবায় স্থানীয় এক বাসিন্দার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সুমিত সেন (৬৪)। সোমবার কসবা থানার অন্তর্গত ৭৭জি, বোসপুকুর রোডে একতলার একটি ফ্ল্যাট থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কসবা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কসবা বোসপুকুরের বাসিন্দা সুমিত সেন। বাড়িতে রয়েছেন স্ত্রী ও মেয়ে। বেশ কিছুদিন ধরে সেন পরিবারের কাউকে দেখতে পাচ্ছিলেন না প্রতিবেশীরা। তাঁদের সন্দেহ হতে কসবা এলাকায় থাকা সেন পরিবারের এক আত্মীয়কে ফোন করে বিষয়টি জানানো হয়েছিল। ওই আত্মীয় যুবতীকে ফোন করে পরিবারের খোঁজ নেন। জানা গিয়েছে, যুবতী ফোনে বারবার জানাতে থাকেন মা-বাবা ভালো আছে। কিন্তু মা-বাবাকে ফোন দিতে বললে তিনি ফোন দিতেন না। এতেই সন্দেহ বাড়তে থাকে।
পুলিশ সূত্রে খবর, সোমবার ফ্ল্যাটেই অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন সুমিত। পুলিশ খবর পেয়ে সেখানে যায়। তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায়, দেহ উদ্ধারের সময়ে তাঁর স্ত্রী ও মেয়ে বাড়িতেই ছিলেন। তাঁর মেয়ে অসুস্থ। পুলিশের অনুমান, বস্তাবন্দি অবস্থায় অনেকদিন ধরে ছিলেন তিনি।


































