পুবের কলম প্রতিবেদক: কেন্দ্রের নয়া শ্রম কোড রাজ্যে কার্যকর হবে না, এ কথা আগেই জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার সেই শ্রম আইনের প্রতিলিপি রাজ্যের হাতে আসে, যেখানে ১০০ দিনের কাজের টাকার ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করা হয়েছে। এই শর্তকে ‘অসম্মানজনক’ বলেই প্রকাশ্য সভা থেকে প্রতিবাদের ঝড়ে কাগজ ছিঁড়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার দু’দিনের কোচবিহার সফরে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক ইস্যুতে সরব হন তৃণমূল নেত্রী। তবে সবচেয়ে তীব্র প্রতিবাদ জানান শ্রম কোডকে ঘিরে। মমতার অভিযোগ, “নতুন শর্ত চাপিয়ে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হচ্ছে। আমি এসব শর্ত মানি না, মানবও না।” বক্তব্যের মাঝেই তিনি প্রতীকী কাগজটি ছিঁড়ে জানান, এটা তাঁর নিজের কাগজ—কেন্দ্রের নোটিস নয়।
কেন্দ্রের নতুন শ্রম কোডে দেশের বিভিন্ন রাজ্যে বেতন কাঠামো, শ্রমশর্ত ও নিরাপত্তার একীকরণের প্রস্তাব ছিল। নভেম্বর থেকে আইন কার্যকর হলেও রাজ্য জানিয়ে দিয়েছে, এই কোড পশ্চিমবঙ্গে লাগু হবে না। মমতার দাবি, ১০০ দিনের কাজের ৫১,৬১৭ কোটি টাকা এখনও বকেয়া। তাঁর কথায়, “দয়ার দরকার নেই। আমরা ক্ষমতায় এলে কর্মশ্রী প্রকল্পে নিজেদের উদ্যোগেই কাজের ব্যবস্থা করব।”


































