পুবের কলম, ওয়েবডেস্ক: টানা আট দিনের ভোগান্তি, ব্যাপক উড়ান বিভ্রাট ও যাত্রী হেনস্তার পর অবশেষে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সূত্রের খবর, ইন্ডিগোর দৈনিক কমপক্ষে ৫ শতাংশ উড়ান—অর্থাৎ প্রায় ১১০টি ফ্লাইট—তাৎক্ষণিকভাবে কেড়ে নেওয়া হতে পারে। যেসব বিমান সংস্থার পরিষেবা স্থিতিশীল রয়েছে, তাদের মধ্যে এই উড়ানগুলি বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সোমবার রাজ্যসভায় বক্তব্য রাখেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নায়ডু। তিনি বলেন, “আমরা পাইলট, বিমানকর্মী এবং যাত্রীদের দেখভাল করে থাকি। এই বিষয়ে সমস্ত বিমান সংস্থাকে স্পষ্ট করে জানানো হয়েছে। ইন্ডিগোর উচিত ছিল ব্যবস্থাপনা সঠিক রাখা। যাত্রীরা ভয়ংকর সমস্যার সম্মুখীন হয়েছেন। আমরা এই পরিস্থিতিকে মোটেই হালকাভাবে নিচ্ছি না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি বিমান সংস্থার জন্য একটি উদাহরণ স্থাপন করব। যদি নির্দেশিকা অমান্য হয়, তবে ব্যবস্থা নেব।”





























