পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রীয় প্রকল্পে বাংলার জন্য বরাদ্দ ও বকেয়া টাকা নিয়ে প্রায় ২১ মাস আগে কেন্দ্রকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এতদিন পরও সেই শ্বেতপত্র প্রকাশ না করায় বুধবার সংসদে অভিনব ভাবে প্রতিবাদ দেখালেন তৃণমূল সাংসদরা।
সংসদ অধিবেশন শুরুর আগে মকর দ্বারের সামনে ‘সাদা কাগজ’ হাতে নীরব বিক্ষোভে সামিল হন লোকসভা ও রাজ্যসভার সব তৃণমূল সাংসদ। দাবি—বাংলার বরাদ্দ ও বকেয়া নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে কেন্দ্রকে। স্লোগান ওঠে—“বাংলার বকেয়া কবে মেটানো হবে? নরেন্দ্র মোদি জবাব দাও!” তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “একুশ মাস আগে আমরা কেন্দ্রকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুঁড়েছিলাম। কিন্তু এখনও কোনও তথ্য বা শ্বেতপত্র আসেনি। তাই কেন্দ্রের এই নীরবতার বিরোধিতায় আমাদের আজকের প্রতিবাদ।”
ঘটনার তাৎপর্য আরও বেড়েছে বিরোধীদের সমর্থনে। তৃণমূলের এই প্রতিবাদে সাময়িকভাবে যোগ দেন কংগ্রেস ও সমাজবাদী পার্টির একেকজন সাংসদ। তৃণমূলের দাবি, এতে পরিষ্কার—তাদের অভিযোগ ও দাবি কতটা যৌক্তিক।
রাজ্যের শাসকদলের অভিযোগ, মনরেগা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রায় দুই লক্ষ কোটি টাকা এখনও বকেয়া। এর জেরে কয়েকটি প্রকল্প কার্যত বন্ধ হয়ে যাওয়ায় রাজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি তৃণমূলের।
অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “সাদা কাগজ কালো হতে আর বেশি দেরি নেই। সরকারি প্রকল্পে দুর্নীতি এত ব্যাপক যে তৃণমূল তার বাইরে আসতেই পারে না।”





























