সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বার্তায় তিনি বলেন, মার্কিন সেনাদের লক্ষ্য করে যেকোনো হামলার পাল্টা জবাব যুক্তরাষ্ট্র অবশ্যই দেবে।
শনিবার স্থানীয় সময় সিরিয়ার পালমিরা অঞ্চলে আইসিসের অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা ও তাঁদের এক দোভাষী নিহত হন। এ ঘটনায় আরও তিনজন মার্কিন সেনা গুরুতর আহত হন। হামলার পর পাল্টা অভিযানে হামলাকারী বন্দুকধারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকম জানায়, নিহত সেনাদের পরিবারের সদস্যদের জানানো না হওয়া পর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ করা হবে না। এক্সে দেওয়া পোস্টে সংস্থাটি নিশ্চিত করেছে, হামলাকারীকে দ্রুত শনাক্ত করে নির্মূল করা হয়েছে।
এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে আমেরিকানদের ওপর হামলা চালালে যুক্তরাষ্ট্র দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেবে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, হোমস প্রদেশের পালমিরার কাছে যৌথ টহলের সময় এই হামলা হয়। ঘটনার পর এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয় এবং সামরিক হেলিকপ্টার ও বিমান টহল জোরদার করা হয়। আহত সেনাদের ইরাক সীমান্তের কাছে আল-তানফ ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আইসিসবিরোধী অভিযানের অংশ হিসেবে গত এক দশক ধরে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ২০১৮ সালে আইসিস ভূখণ্ডগতভাবে পরাজিত হলেও এখনো তারা বিচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে।





























