২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চেন্নাইয়ে এক নাগাড়ে বৃষ্টি,নিরাপত্তার কারণে স্থগিত বিমান অবতরণ

মাসুদ আলি
  • আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 53

পুবের কলম ওয়েবডেস্ক : চেন্নাইয়ে বৃষ্টি থামার নাম নেই। প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে পরিস্থিতি এমনই যে উড়ান অবতরণ স্থগিত রাখলেন চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, যাত্রীদের নিরাপত্তার কারণে দুপুর সওয়া ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনও বিমান অবতরণ করবে না। তবে পূর্ব নির্দিষ্ট বিধি মেনেই বিমান উড়বে।

শনিবার বিকেল থেকে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত চলছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই-সহ অন্তত ২০টি জেলায়। বন্যা পরিস্থিতি পুদুচেরীতেও। প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো বাড়ি। চেন্নাই এবং শহরতলির বেশ কিছু এলাকা রয়েছে জলের নীচে।এ পর্যন্ত তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ১৪ জনের। আপাতত দুর্যোগ কমার কোনও ইঙ্গিত নেই। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: মুখে দাড়ি, কাশ্মীরি চিকিৎসককে ডাক্তারিতে ভর্তি নিল না বেসরকারি হাসপাতাল

বৃহস্পতিবার চেন্নাইয়ের বেশ কয়েকটি রাস্তা জলমগ্ন রয়েছে । ট্র্যাফিক পুলিশ বলছে কমপক্ষে সাতটি রাস্তা এবং ১১ টি পাতাল রেল চলাচল বন্ধ রয়েছে।যাত্রীদের জন্য শহর জুড়ে ডাইভারশন তৈরি করা হয়েছে । রেলপথে জল জমে যাওয়ায় শহরতলির ট্রেনগুলি কিছু স্থগিত এবং অন্যগুলি বিলম্বিত হয়েছে। এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়া বলেছে যে ফ্লাইট অপারেশন স্বাভাবিক ছিল, এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানবন্দরগুলিতে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: আহমদাবাদ বিমান দুর্ঘটনায় বাতিল কলকাতা-আহমদাবাদ উড়ান

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের শক্তি ক্রমশ বাড়ছে। ফলে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। চেন্নাই-সহ তামিলনাড়ুর বেশ কিছু অংশে শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে।মঙ্গলবার তামিলনাড়ুর চেন্নাই, চেঙ্গলপা‌ট‌্টু, ভিলপ্পুরম, কাঞ্চিপুরম-সহ ছ’টি জেলায় ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছিল। বুধবার মোট ২০টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুন: বিমানে যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ ইন্ডিগো এয়ারলাইন্সের

পরিসংখ্যান বলছে এ বছর চেন্নাই-সহ তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় অন্তত দেড় গুণ বেশি বৃষ্টি হয়েছে। চেন্নাইয়ে সাধারণ ভাবে নভেম্বরের গোড়া পর্যন্ত ৪১ সেন্টিমিটার বৃষ্টি হলেও এ বছর তা ৬১ সেন্টিমিটার ছুঁয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চেন্নাইয়ে এক নাগাড়ে বৃষ্টি,নিরাপত্তার কারণে স্থগিত বিমান অবতরণ

আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : চেন্নাইয়ে বৃষ্টি থামার নাম নেই। প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে পরিস্থিতি এমনই যে উড়ান অবতরণ স্থগিত রাখলেন চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, যাত্রীদের নিরাপত্তার কারণে দুপুর সওয়া ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনও বিমান অবতরণ করবে না। তবে পূর্ব নির্দিষ্ট বিধি মেনেই বিমান উড়বে।

শনিবার বিকেল থেকে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত চলছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই-সহ অন্তত ২০টি জেলায়। বন্যা পরিস্থিতি পুদুচেরীতেও। প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো বাড়ি। চেন্নাই এবং শহরতলির বেশ কিছু এলাকা রয়েছে জলের নীচে।এ পর্যন্ত তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ১৪ জনের। আপাতত দুর্যোগ কমার কোনও ইঙ্গিত নেই। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: মুখে দাড়ি, কাশ্মীরি চিকিৎসককে ডাক্তারিতে ভর্তি নিল না বেসরকারি হাসপাতাল

বৃহস্পতিবার চেন্নাইয়ের বেশ কয়েকটি রাস্তা জলমগ্ন রয়েছে । ট্র্যাফিক পুলিশ বলছে কমপক্ষে সাতটি রাস্তা এবং ১১ টি পাতাল রেল চলাচল বন্ধ রয়েছে।যাত্রীদের জন্য শহর জুড়ে ডাইভারশন তৈরি করা হয়েছে । রেলপথে জল জমে যাওয়ায় শহরতলির ট্রেনগুলি কিছু স্থগিত এবং অন্যগুলি বিলম্বিত হয়েছে। এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়া বলেছে যে ফ্লাইট অপারেশন স্বাভাবিক ছিল, এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানবন্দরগুলিতে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: আহমদাবাদ বিমান দুর্ঘটনায় বাতিল কলকাতা-আহমদাবাদ উড়ান

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের শক্তি ক্রমশ বাড়ছে। ফলে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। চেন্নাই-সহ তামিলনাড়ুর বেশ কিছু অংশে শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে।মঙ্গলবার তামিলনাড়ুর চেন্নাই, চেঙ্গলপা‌ট‌্টু, ভিলপ্পুরম, কাঞ্চিপুরম-সহ ছ’টি জেলায় ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছিল। বুধবার মোট ২০টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুন: বিমানে যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ ইন্ডিগো এয়ারলাইন্সের

পরিসংখ্যান বলছে এ বছর চেন্নাই-সহ তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় অন্তত দেড় গুণ বেশি বৃষ্টি হয়েছে। চেন্নাইয়ে সাধারণ ভাবে নভেম্বরের গোড়া পর্যন্ত ৪১ সেন্টিমিটার বৃষ্টি হলেও এ বছর তা ৬১ সেন্টিমিটার ছুঁয়েছে।