২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিহার সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসায় কংগ্রেস সাংসদ শশী থারুর

বিহার সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসায় পঞ্চমুখ হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। দলের একাধিক নেতার বক্তব্যের বিপরীতে গিয়ে তিনি বলেন, নীতীশ কুমারের আমলে বিহারে উল্লেখযোগ্য পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রথম সাহিত্য উৎসবে যোগ দিতে এসে রাজগীরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিরুবনন্তপুরমের সাংসদ।
শশী থারুর জানান, বিহার নিয়ে তাঁর আগের ধারণার তুলনায় বাস্তব চিত্র অনেকটাই বদলেছে। রাস্তার মান উন্নত হয়েছে, রাতে সাধারণ মানুষের চলাচল বেড়েছে—যা আগে দেখা যেত না। সাম্প্রতিক বছরগুলিতে রাজ্যে বহু ভালো কাজ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে থারুর স্পষ্ট করেন, তিনি বিহারে রাজনীতি করতে আসেননি এবং কোনও বিতর্কে জড়াতে চান না। পাশাপাশি, নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি বিদেশ মন্ত্রকের কাজের প্রশংসা করেন এবং হিজাব বিতর্কে বলেন, এ ধরনের ঘটনায় নারীদের সম্মান বজায় রাখা জরুরি এবং দলমত নির্বিশেষে নিন্দা হওয়া

ট্যাগ :
সর্বধিক পাঠিত

তুরস্কে বিমান দুর্ঘটনায় মৃত্যু লিবিয়ার সেনাপ্রধানের, নিহত আরও চার শীর্ষ সেনা কর্মকর্তা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহার সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসায় কংগ্রেস সাংসদ শশী থারুর

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার

বিহার সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসায় পঞ্চমুখ হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। দলের একাধিক নেতার বক্তব্যের বিপরীতে গিয়ে তিনি বলেন, নীতীশ কুমারের আমলে বিহারে উল্লেখযোগ্য পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রথম সাহিত্য উৎসবে যোগ দিতে এসে রাজগীরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিরুবনন্তপুরমের সাংসদ।
শশী থারুর জানান, বিহার নিয়ে তাঁর আগের ধারণার তুলনায় বাস্তব চিত্র অনেকটাই বদলেছে। রাস্তার মান উন্নত হয়েছে, রাতে সাধারণ মানুষের চলাচল বেড়েছে—যা আগে দেখা যেত না। সাম্প্রতিক বছরগুলিতে রাজ্যে বহু ভালো কাজ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে থারুর স্পষ্ট করেন, তিনি বিহারে রাজনীতি করতে আসেননি এবং কোনও বিতর্কে জড়াতে চান না। পাশাপাশি, নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি বিদেশ মন্ত্রকের কাজের প্রশংসা করেন এবং হিজাব বিতর্কে বলেন, এ ধরনের ঘটনায় নারীদের সম্মান বজায় রাখা জরুরি এবং দলমত নির্বিশেষে নিন্দা হওয়া