পুবের কলম, ওয়েবডেস্ক: আখলাক হত্যা মামলা ‘অতি গুরুতর’ বললেন আদালতের বিচারক। আদালত জানিয়ে দিয়েছেন এই মামলা ফলে রোজ শুনানি করে এর দ্রুত নিষ্পত্তি করতে হবে। এর ফলে যোগী আদিত্যনাথ সরকার বড় ধাক্কা খেয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। মামলাকারীর আইনজীবী জানান, তাঁর কথায়, ‘এই মামলায় রাজ্য সরকার অভিযুক্তদের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহারের আবেদন জানিয়েছিল৷ সেই আবেদন খারিজ করে প্রতিদিন বিচারপর্ব চালিয়ে দ্রুত তা শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারক৷’
এদিন গৌতম বুদ্ধ নগরের ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা বিচারক সৌরভ দ্বিবেদী সরকারের আর্জি খারিজ করে দিয়ে বলেন, ‘দাদরির এই হত্যাকাণ্ডের মামলার প্রতিদিন শুনানির নির্দেশ দিচ্ছে আদালত। এই মামলার সঙ্গে যুক্ত সব তথ্যপ্রমাণ সুরক্ষিত রাখতে হবে। প্রয়োজন হলেই তা যাতে পেশ করা যায়।’
মামলাকারীর আইনজীবী ইউসুফ সাইফি জানিয়েছেন, উত্তরপ্রদেশের বিজেপি সরকারের আবেদনটিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন বিচারক ৷ আগামী ৬ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। এই গণপিটুনির মামলায় তথ্য প্রমাণের কোনও অভাব নেই।
উল্লেখ্য, উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি আদালতে আবেদন করেছিল ২০১৫–এর ২৮ সেপ্টেম্বর গ্রেটার নয়ডার এক গ্রামে মহম্মদ আখলাককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত গোরক্ষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করার জন্য। সেই আবেদন মঙ্গলবার খারিজ করে দিয়েছে নিম্ন আদালত।




























