পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি-শাসিত ওড়িশায় কাজ করতে গিয়ে প্রাণ হারালেন বাংলার পরিযায়ী শ্রমিক জুয়েল রানা। মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকের বাসিন্দা ওই যুবককে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর দুই সহকর্মী মাজার খান ও নিজামুদ্দিন খান। হাসপাতালে শুয়েই ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাচ্ছেন তাঁরা। মাজার খানের কথায়, “কয়েকজন লোক প্রথমে বিড়ি চায়। তারপর আধার কার্ড দেখতে বলে। হঠাৎই জুয়েলের উপর ঝাঁপিয়ে পড়ে। ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে ওকে খুন করে ফেলে।” সহকর্মী নিজামুদ্দিনের অভিযোগ, তাঁদের বাংলাদেশি ভেবে হেনস্তা করা হয় এবং নির্মম মারধরের জেরেই জুয়েলের মৃত্যু হয়। বুধবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ সম্বলপুরে একটি চায়ের দোকানের কাছে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পাঁচ জন দুষ্কৃতী বাংলায় কথা বলার জেরে হামলা চালায়। জুয়েলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ জানিয়েছে। যদিও ওড়িশা পুলিশের দাবি, বাংলাদেশি সন্দেহ নয়, বিড়ি নিয়ে বচসার জেরেই হামলা। ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
‘প্রথমে আধার কার্ড দেখতে চায়, তারপর…’ ওড়িশায় খুন মুর্শিদাবাদের জুয়েল, সহকর্মীর ভয়াবহ বর্ণনা
-
কিবরিয়া আনসারি - আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার
- 15
সর্বধিক পাঠিত


































