পুবের কলম, ওয়েবডেস্ক: বড়দিন ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে খ্রিস্টানদের উপর একাধিক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। কোথাও বড়দিনের সাজসজ্জা ভাঙচুর, কোথাও ক্যারল গানের দলের উপর আক্রমণ, আবার কোথাও চার্চে সরাসরি হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনাগুলি বিচ্ছিন্ন হলেও সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়েছে। এই প্রেক্ষিতে বিজেপি ও আরএসএসের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে নিশানা করে থারুর বলেন, “এটা শুধু খ্রিস্টানদের উপর আক্রমণ নয়, এটা আমাদের সংবিধান ও সকল নাগরিকের উপর আঘাত।” তাঁর অভিযোগ, সাম্প্রতিক সময়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাপট বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের উপর আক্রমণও বেড়েছে। বিশেষ করে কেরলের মতো রাজ্যে, যেখানে দীর্ঘদিন ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য রয়েছে, সেখানে খ্রিস্টানদের উপর হামলা গভীর উদ্বেগের। থারুরের মতে, ধর্মাচরণের স্বাধীনতায় এই হস্তক্ষেপ দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতারই প্রতিফলন।
২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
‘ধর্মাচরণের স্বাধীনতা আক্রান্ত’—বড়দিনে খ্রিস্টানদের উপর হামলা নিয়ে বিজেপি- আরএসএসকে তোপ শশী থারুরের
-
কিবরিয়া আনসারি - আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার
- 10
ট্যাগ :
attacks on Christians Christmas Day Freedom of religious practice is under attack Shashi Tharoor slams BJP-RSS
সর্বধিক পাঠিত




























