পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে দলিত ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগের আবহে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ও তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পুরনো ভিডিও পোস্ট করে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার X হ্যান্ডলে ওই ভিডিও শেয়ার করে তিনি মন্তব্য করেন, “ভারতের সামাজিক পরিবেশকে ইচ্ছাকৃতভাবে বিষিয়ে তোলা হচ্ছে।” রাজনৈতিক মহলের একাংশের মতে, বিভিন্ন রাজ্যে দলিত নিগ্রহ, সংখ্যালঘু নির্যাতন এবং ‘বাংলাদেশি’ সন্দেহে বাঙালিদের উপর হামলার ঘটনাগুলির প্রেক্ষিতেই এই পোস্ট। সম্প্রতি ওডিশায় মুর্শিদাবাদের যুবক জুয়েল শেখকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। কেরালাতেও এক পরিযায়ী শ্রমিকের হত্যার ঘটনায় আরএসএস ও বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে বাম সরকার।
অভিষেক তাঁর পোস্টে সরাসরি কোনও একটি ঘটনার উল্লেখ না করলেও ডানপন্থী শক্তির বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য, “ক্ষমতার জোরে বলীয়ান হয়ে দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের উপর প্রকাশ্যে হামলা চালানো হচ্ছে। ধর্মের মোড়কে হুমকি, ঘৃণা ও গণপিটুনি ছড়িয়ে দেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, ক্ষমতাসীনদের মদতেই দোষীরা শাস্তির বাইরে থেকে যাচ্ছে, যা দেশের জন্য বিপজ্জনক। গুজরাট দাঙ্গার পর বাজপেয়ীর ‘রাজধর্ম পালন’ সংক্রান্ত মন্তব্যের ভিডিওটি ২৫ ডিসেম্বর তাঁর জন্মদিনের ঠিক পরদিন পোস্ট করাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অভিষেকের বার্তা স্পষ্ট—সংবিধানবিরোধী হিংসার বিরুদ্ধে নীরবতা মানেই অন্যায়কে মেনে নেওয়া।


































