পুবের কলম, ওয়েবডেস্ক: বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহ স্ত্রীকে জ্যান্ত জ্বালিয়ে দিলেন স্বামী। শুধু তা-ই নয়, সেই আগুন ঠেলে দিলেন ছোট্ট মেয়েকেও। ২৪ ডিসেম্বর হাড়হিম করা ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের নাল্লাকুন্তায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ভেঙ্কটেশ। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সূত্রের খবর, মৃতের নাম ছায়ালতা ত্রিবেণীর (২৬)। গুরুতর জখম অবস্থায় তাঁদের সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
জানা গিয়েছে, ভেঙ্কটেশ এবং ত্রিবেণী ভালোবেসে বিয়ে করেছিলেন। তাঁদের এক ছেলে, এক মেয়ে। সম্প্রতি ত্রিবেণীকে সন্দেহ করতে শুরু করেছিলেন ভেঙ্কটেশ। এই নিয়ে হামেশাই তাঁদের মধ্যে ঝামেলা হতো। আর সেই ঝগড়ার জেরেই ত্রিবেণী সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিলেন। কিন্তু ভেঙ্কটেশ নিজের ভুল স্বীকার করে তাঁকে ফিরিয়ে আনেন। ২৪ ডিসেম্বর ফের স্বামীর-স্ত্রীর মধ্যে তুঙ্গে ওঠে অশান্তি। অভিযোগ, ছেলে-মেয়েদের সামনেই স্ত্রী ত্রিবেণীকে বেধড়ক মারধর করেন ভেঙ্কটেশ। রাগের মাথায় তিনি এতটাই উন্মত্ত হয়ে গিয়েছিলেন যে, পেট্রল ঢেলে স্ত্রীকে জ্বালিয়ে দেন! পরে সেখান থেকে পালানোর সময় নিজের মেয়েকেও ঠেলে দেন আগুনে। মা-মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। কিন্তু ততক্ষণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ত্রিবেণীর। মেয়ের শরীরেরও অনেকটাই পুড়ে গিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ওই নাবালিকার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা আগুন নেভালেও ততক্ষণ ত্রিবেণীর দেহ অনেকাংশে ঝলসে গিয়েছিল। তাঁকে ও তাঁর মেয়েকে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক ত্রিবেণীকে মৃত ঘোষণা করেন।




























