পুবের কলম, ওয়েবডেস্ক: আরএসএস ও আল কায়দা দুটি সংগঠনই ঘৃণা ও হিংসার ধারক বলে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর। অথার্ৎ কংগ্রেস নেতা বুঝিয়ে দিলেন, সংঘ পরিবার এবং জঙ্গি সংগঠন আল কায়দা একই। দিগ্বিজয় সিংয়ের তরফে সংঘের প্রশংসাসূচক মন্তব্যের পালটা এই মন্তব্য করেছেন মানিকম।
কংগ্রেস সাংসদ বলেন, “আরএসএস নামের এই সংগঠনটির জন্মই হয়েছে ঘৃণার উপর ভিত্তি করে। এরা দেশজুড়ে হিংসা ও ঘৃণা ছড়ায়। যারা ঘৃণা ছড়ায় তাদের থেকে কী আর শেখার আছে?” এরপরই জঙ্গী সংগঠনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আল কায়দা থেকে কি কিছু শেখা যায়? আলো কায়দাও ঘৃণার উপর ভিত্তি করে তৈরি হওয়া একটি জঙ্গি সংগঠন। এরা অন্য সকলকে ঘৃণা করে।” রবিবার এক সংবাদমাধ্যমকে মানিকম বলেন, “কংগ্রেস হল এমন একটি রাজনৈতিক দল যাদের ১৪০ বছরের ইতিহাস রয়েছে। এই দল ঐক্য ও গণআন্দোলনের মডেল। খোদ মহাত্মা গান্ধী কংগ্রেসকে গণআন্দোলনে রূপান্তরিত করেছিলেন।”




























