০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিদিন কুরআন পড়ছেন ম্যাথিউ হেডেন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 19

পুবের কলম, ওয়েবডেস্কঃ টি-২০ বিশ্বকাপে ধারাবাহিকভাবে নজরকাড়া ক্রিকেট খেলে চলেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মুহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপে তাঁর এই অসাধারণ ব্যাটিংয়ের পিছনে অস্ট্রেলিয়ান কোচ ম্যাথিউ হেডেনের অবদান রয়েছে বলে জানা গিয়েছে।

দু’জনের মধ্যে দারুণ একটা সম্পর্কও গড়ে উঠেছে। যে কারণে পাক দলের ব্যাটিং পরামর্শক হেডেনকে পবিত্র কুরআন উপহার দিয়েছেন রিজওয়ান। অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার  ম্যাথু হেইডেনও ইসলাম ধর্ম নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তাঁর এই উচ্ছ্বাসের কারণ, খ্রিষ্টান ধর্মাবলম্বী হেডেনকে ইংরেজি ভাষায় অনূদিত কুরআন শরীফের একটি কপি উপহার দিয়েছেন রিজওয়ান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। কুরআন উপহার পাওয়া প্রসঙ্গে ম্যাথু হেডেন বলেন, ‘আমি খ্রিষ্টান ধর্মের অনুসারী। তবে ইসলাম ধর্ম নিয়েও আগ্রহ আছে। এক ধর্মের অনুসারীরা যিশুকে অনুসরণ করেন এবং আরেক ধর্মের তারা মুহাম্মদকে। এদিক থেকে মিল না থাকলেও কিন্তু রিজওয়ান আমাকে ইংরেজিতে অনূদিত একটি কুরআন উপহার দিয়েছে। সময় পেলে আমি রিজওয়ান মেঝের ওপর বসে আধঘণ্টার মতো কুরআন পড়ি।কুরআন নিয়ে কথা বলি এবং প্রতিদিন একটু একটু করে কুরআন পড়ছি।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রতিদিন কুরআন পড়ছেন ম্যাথিউ হেডেন

আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ টি-২০ বিশ্বকাপে ধারাবাহিকভাবে নজরকাড়া ক্রিকেট খেলে চলেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মুহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপে তাঁর এই অসাধারণ ব্যাটিংয়ের পিছনে অস্ট্রেলিয়ান কোচ ম্যাথিউ হেডেনের অবদান রয়েছে বলে জানা গিয়েছে।

দু’জনের মধ্যে দারুণ একটা সম্পর্কও গড়ে উঠেছে। যে কারণে পাক দলের ব্যাটিং পরামর্শক হেডেনকে পবিত্র কুরআন উপহার দিয়েছেন রিজওয়ান। অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার  ম্যাথু হেইডেনও ইসলাম ধর্ম নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তাঁর এই উচ্ছ্বাসের কারণ, খ্রিষ্টান ধর্মাবলম্বী হেডেনকে ইংরেজি ভাষায় অনূদিত কুরআন শরীফের একটি কপি উপহার দিয়েছেন রিজওয়ান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। কুরআন উপহার পাওয়া প্রসঙ্গে ম্যাথু হেডেন বলেন, ‘আমি খ্রিষ্টান ধর্মের অনুসারী। তবে ইসলাম ধর্ম নিয়েও আগ্রহ আছে। এক ধর্মের অনুসারীরা যিশুকে অনুসরণ করেন এবং আরেক ধর্মের তারা মুহাম্মদকে। এদিক থেকে মিল না থাকলেও কিন্তু রিজওয়ান আমাকে ইংরেজিতে অনূদিত একটি কুরআন উপহার দিয়েছে। সময় পেলে আমি রিজওয়ান মেঝের ওপর বসে আধঘণ্টার মতো কুরআন পড়ি।কুরআন নিয়ে কথা বলি এবং প্রতিদিন একটু একটু করে কুরআন পড়ছি।’