পুবের কলম, ওয়েবডেস্ক: রাশিয়া এবং ইউক্রেন প্রায় প্রতিদিনই ড্রোন দিয়ে একে অপরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। রাশিয়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র চালিয়ে ইউক্রেনের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোতেও হামলা চালাচ্ছে। এবার ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হলেন রাশিয়ার ২৪ জন নাগরিক। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবদেন অনুযায়ী, বুধবার রাতে লনে সমবেত ভিড়ের ওপর আছড়ে পড়ে তিনটি বিস্ফোরকবাহী ড্রোন। এসময় পুরো লনে এবং হোটেলে আগুন ধরে যায়। খেরসন অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রিত একটি গ্রামে ইউক্রেনের ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। রাশিয়া নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে কৃষ্ণ সাগর উপকূলে একটি ক্যাফে এবং একটি হোটেলে এই হামলার ঘটনা ঘটে।
ইউক্রেনের খেরসন অঞ্চলের রাশিয়া-অধিকৃত অংশের প্রধানের নাম প্রধান ভ্লাদিমির সালদো। তিনি একটি টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, খোরলি গ্রামের একটি ক্যাফে এবং একটি হোটেলে তিনটি ড্রোন হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছে। তিনি আরও বলেন, ‘তিনটি ড্রোনের মধ্যে একটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল।’ তবে রাশিয়ার দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
























