পুবের কলম, ওয়েবডেস্ক: রেল যাত্রীদের সুখবর দিল ভারতীয় রেল। আগামী বছরেই ভারত পেতে পারে বুলেট ট্রেন। সব ঠিক থাকলে ২০২৭ সালের ১৫ আগস্টই ট্র্যাকে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। নতুন বছরের শুরুতেই সুসংবাদ শোনালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৭ সালের ১৫ অগস্টের মধ্যেই মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেনের প্রজেক্ট তৈরি হয়ে যাবে। ওই লাইনের সুরাট-বিলিমোরা অংশের কাজ সবার আগে শেষ হবে। তারপরের ধাপে শেষ হবে ভাপি-সুরাট লাইন। এরপরে ভাপি-আমেদাবাদ সেকশন চালু হবে, তারপরে থানে-আমেদাবাদ সেকশন চালু হবে। এরপরে পুরো মুম্বই-আমেদাবাদ করিডর চালু হবে।
২০১৭ সালে শুরু হয়েছিল বুলেট ট্রেনের এই প্রকল্প। ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল এই প্রকল্প। কিন্তু জমি অধিগ্রহণ এবং অন্য কিছু কারণে প্রকল্প পিছিয়ে যায়। এখন ২০২৭ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বরে মুম্বই-আমেদাবাদ ৫০৮ কিমি দীর্ঘ পথে বুলেট ট্রেন চালানোর উদ্যোগ শুরু হয়। প্রাথমিকভাবে এই বুলেট ট্রেন প্রকল্প ২০২৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে একের পর এক প্রকল্প ডেডলাইন মিস করেছে। রূপায়ণে বিলম্বের কারণে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের খরচ ১.৬ লক্ষ কোটি টাকা পার করে যাবে। এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট পক্ষগুলি। আহমেদাবাদ থেকে মুম্বই হাই-স্পিড ট্রেন প্রকল্পে দেরি হওয়ার প্রধান কারণ জমি অধিগ্রহণে সমস্যা ও মাঝে দু’বছর কোভিড-এর জন্য কাজ বন্ধ হয়ে থাকা। আপাতত ২০২৭ সালের আগস্ট মাসকে ডেডলাইন ধরে এগোচ্ছে মোদি সরকার।


















