পুবের কলম, ওয়েবডেস্ক: ফের খারিজ জামিন। সোমবার দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্র মামলায় ইউএপিএ (UAPA) আইনে অভিযুক্ত উমর খালিদ ও শরজিল ইমামের জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।এদিন দেশের শীর্ষ আদালত জানিয়েছে, ইউএপিএর ধারা ৪৩(ডি)(৫)-এর অধীনে জামিনের জন্য যে উচ্চ মানদণ্ড নির্ধারিত রয়েছে, উমর খালিদ ও শরজিল ইমাম সেই মানদণ্ড অতিক্রম করতে পারেননি।
অন্যদিকে, একই মামলায় অভিযুক্ত বাকি পাঁচজন, গুলফিশা ফাতিমা, মীরান হায়দার, শিফা-উর-রেহমান, মহম্মদ শাকিল খান এবং শাদাব আহমেদকে সোমবার জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।






























