পুবের কলম, ওয়েবডেস্ক: আমেরিকায় খুন ভারতীয় তরুণী। মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে একটি অ্যাপার্টমেন্টের ভেতর থেকে তরুণীর দেহ উদ্ধার করেছে পুলিশ। ছুরি দিয়ে পেশায় স্বাস্থ্যকর্মী ভারতীয় তরুণীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। হাওয়ার্ড কাউন্টি পুলিশ জানিয়েছে, মৃতের নাম নিকিথা গোদিশালা, বয়স ২৭ বছর। তিনি এলিকট সিটিতে বসবাস করতেন।
সূত্রের খবর, ২ জানুয়ারি তরুনীর প্রেমিক অর্জুন শর্মা নিকিথাকে নিখোঁজ বলে থানায় অভিযোগ করেন। নিখোঁজ রিপোর্ট করার কয়েক ঘন্টা পরই ভারত চলে যায় অর্জুন। শেষবার ৩১ ডিসেম্বর নিউ ইয়ার্স ইভ-এ কলাম্বিয়ার টুইন রিভার্স রোডে অবস্থিত নিজের অ্যাপার্টমেন্টে নিকিথার সঙ্গে তাঁর দেখা হয়েছিল। পরে তদন্তে জানা যায়, ওই দিনই তিনি যুক্তরাষ্ট্র থেকে ভারতের উদ্দেশে রওনা দেন। পুলিশের অনুমান, নিকিথাকে খুন করে পালিয়ে যায় অর্জুন। তদন্তের মোড় ঘোরাতে থানায় নিখোঁজ রিপোর্ট করেন অভিযুক্ত। তাঁকে ধরতে আন্তর্জাতিক তল্লাশি শুরু করেছে মার্কিন পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ৩ জানুয়ারি কলাম্বিয়ায় অর্জুন শর্মা (২৬)-এর অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় তরুণীর দেহ উদ্ধার হয়। অভিযুক্ত অর্জুন শর্মাও ভারতের নাগরিক। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে, নিখোঁজের অভিযোগ দায়ের করার পরই তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে ভারতে চলে যান। বর্তমানে তাঁকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে ফেডারেল সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করছে মার্কিন কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে খবর, হাওয়ার্ড কাউন্টি পুলিশের গোয়েন্দারা ৩ জানুয়ারি ওই অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে নিকিথার দেহ উদ্ধার করেন। তাঁর শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পুলিশের ধারণা, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার কিছু পরেই তাঁর মৃত্যু হয়েছে। তদন্ত এখনও চলছে এবং তবে খুনের কারণ এখনও জানা যায়নি।


































