পুবের কলম, ওয়েবডেস্ক: ফের অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। সোমবার হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহের শেষ দিকে দু’বার জ্ঞান হারান তিনি। সেই ঘটনার পরই চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি হয়ে পূর্ণাঙ্গ পরীক্ষা করানোর পরামর্শ দেন।
জানা গেছে, গত ১০ জানুয়ারি ধনকড় শারীরিক অসুস্থতার মুখে পড়েন। শনিবার নিজের বাসভবনের বাথরুমে দু’বার অজ্ঞান হয়ে যান বাংলার প্রাক্তন রাজ্যপাল। সঙ্গে সঙ্গে তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, পর্যবেক্ষণে রেখে একাধিক পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে এমআরআই স্ক্যানও রয়েছে। এর আগেও একাধিকবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। গত বছর জুন মাসে উত্তরাখণ্ডের কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ভাষণ শেষে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ধনকড়। পুরনো বন্ধু ও প্রাক্তন সংসদ সদস্য মহেন্দ্র সিং পালের সঙ্গে কথোপকথনের সময় আবেগপ্রবণ হয়ে তিনি জ্ঞান হারান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন।





























