২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দু বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, অভিনব আলোয় সাজছে ইডেন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ নভেম্বর ২০২১, সোমবার
  • / 46

পুবের কলম ওয়েবডেস্কঃ দু বছর পর ইডেনে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ভারত- নিউজিল্যান্ড দ্বৈরথ ঘিরে তাই শহর জুড়ে এখন সাজোসাজো রব। এই প্রত্যাবর্তন কে স্মরণীয় রাখতে অভিনব আলোকসজ্জার ব্যবস্থা করছে সিএবি।

এই বছরের দুর্গাপুজোতে কলকাত সহ সারা রাজ্যের নজর কেড়েছিল  শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফার মন্ডপ সজ্জ্যা এবং আলো। বুর্জ খলিফাকে যে সংস্থা আলোকিত করেছিল তারাই এবার ক্রিকেটের নন্দনকাননকে সাজিয়ে তুলবে আলোয়। এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন: বিশ্বকাপের সূচী ঘোষিত, ইডেনে পাঁচটি ম্যাচ

আগামী ২১ নভেম্বর ম্যাচ দিয়ে ইডেনে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটতে চলেছে। এবার আর বিরাট কোহলী – রবি শাস্ত্রী জুটি নন এবার ভারতীয় ক্রিকেটের নতুন জোড়ি রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। একজনের অধিনায়ক হিসেবে অপর জনের কোচ হিসেবে ঘটবে অভিষেক।

আরও পড়ুন: দুরন্ত সিরাজ-কুলদীপ, ইডেনে জয় ভারতের

মাঠে  থাকবেন দর্শকরাও। সত্তর শতাংশ দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে। আর সবাইকে বরণ করে নিতে ইডেনে থাকছে অভিনব আলোকসজ্জা। শীতের কলকাতায় ক্রিকেটের উত্তাপে নিজেদের সেঁকে নিতে প্রস্তুত তিলোত্তমা।

আরও পড়ুন: ইডেনে ক্রিকেট ম্যাচ, বৃহস্পতিবার বাড়তি মেট্রো পরিষেবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দু বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, অভিনব আলোয় সাজছে ইডেন

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দু বছর পর ইডেনে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ভারত- নিউজিল্যান্ড দ্বৈরথ ঘিরে তাই শহর জুড়ে এখন সাজোসাজো রব। এই প্রত্যাবর্তন কে স্মরণীয় রাখতে অভিনব আলোকসজ্জার ব্যবস্থা করছে সিএবি।

এই বছরের দুর্গাপুজোতে কলকাত সহ সারা রাজ্যের নজর কেড়েছিল  শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফার মন্ডপ সজ্জ্যা এবং আলো। বুর্জ খলিফাকে যে সংস্থা আলোকিত করেছিল তারাই এবার ক্রিকেটের নন্দনকাননকে সাজিয়ে তুলবে আলোয়। এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন: বিশ্বকাপের সূচী ঘোষিত, ইডেনে পাঁচটি ম্যাচ

আগামী ২১ নভেম্বর ম্যাচ দিয়ে ইডেনে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটতে চলেছে। এবার আর বিরাট কোহলী – রবি শাস্ত্রী জুটি নন এবার ভারতীয় ক্রিকেটের নতুন জোড়ি রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। একজনের অধিনায়ক হিসেবে অপর জনের কোচ হিসেবে ঘটবে অভিষেক।

আরও পড়ুন: দুরন্ত সিরাজ-কুলদীপ, ইডেনে জয় ভারতের

মাঠে  থাকবেন দর্শকরাও। সত্তর শতাংশ দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে। আর সবাইকে বরণ করে নিতে ইডেনে থাকছে অভিনব আলোকসজ্জা। শীতের কলকাতায় ক্রিকেটের উত্তাপে নিজেদের সেঁকে নিতে প্রস্তুত তিলোত্তমা।

আরও পড়ুন: ইডেনে ক্রিকেট ম্যাচ, বৃহস্পতিবার বাড়তি মেট্রো পরিষেবা