০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আসছে ডার্বি, ফুটবল জ্বরে কাঁপছে ময়দান

পুবের কলম
  • আপডেট : ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 48

পুবের কলম ওয়েবডেস্কঃ একটা সময় ছিল যখন ডার্বি নিয়ে সবুজ-মেরুণ এবং লাল-হলুদ শিবিরের মধ্যে থাকত আলাদা উন্মাদনা। যতবার ডার্বি, ততবার হারবি এই ধরনের ব্যানার, ফেস্টুন হামেশা চোখে পড়ত।

আবার আইএসএলে ফিরছে ডার্বির সেই উন্মাদনা। এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল এর মধ্যে এই ডার্বি নিয়ে চড়ছে উন্মাদনার পারদ।

আরও পড়ুন: দুই বড় ক্লাবের উপর চটেছে সেনাবাহিনী

কাগজে কলমে হাবাসের দল এগিয়ে থাকলেও লাল-হলুদ কোচ ডিয়াজও কিন্তু  ছক কষতে শুরু করে দিয়েছেন । আদতে দুই স্প্যানিশ কোচের দ্বৈরথ একদম তুঙ্গে।

দুদলের ফুটবলারও কিন্তু ডার্বির উত্তাপে নিজেদের ইতিমধ্যেই সেঁকে নিতে শুরু করেছেন।

মোহনবাগানের গোলকিপার অমরিন্দর সিং এটাই তাঁর প্রথম ডার্বি। ফলে স্বাভাবিক ভাবেই শনিবার তিলক ময়দানের ডার্বি ঘিরে তাঁর উচ্ছ্বাস অন্যদের থেকে স্বাভাবিক ভাবেই বেশি।

প্রথম ম্যাচে মোহনবাগান জিতলেও জিততে পারেনি লাল-হলুদ শিবির।ইস্টবেঙ্গলের পেরেসিভিচ বলছিলেন প্রাক্টিস সহ আনুষাঙ্গিক অনেক কিছুই  নিয়েই সমস্যা ছিল, তবে তাঁরা দ্রুত উন্নতি করছেন, এটাই সবচেয়ে বড় কথা।

 আপাতত আগামী শনিবারের এই ডার্বি নিয়ে জমে উঠেছে সবুজ-মেরুণ লাল হলূড শিবিরের ডার্বির তরজা ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আসছে ডার্বি, ফুটবল জ্বরে কাঁপছে ময়দান

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ একটা সময় ছিল যখন ডার্বি নিয়ে সবুজ-মেরুণ এবং লাল-হলুদ শিবিরের মধ্যে থাকত আলাদা উন্মাদনা। যতবার ডার্বি, ততবার হারবি এই ধরনের ব্যানার, ফেস্টুন হামেশা চোখে পড়ত।

আবার আইএসএলে ফিরছে ডার্বির সেই উন্মাদনা। এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল এর মধ্যে এই ডার্বি নিয়ে চড়ছে উন্মাদনার পারদ।

আরও পড়ুন: দুই বড় ক্লাবের উপর চটেছে সেনাবাহিনী

কাগজে কলমে হাবাসের দল এগিয়ে থাকলেও লাল-হলুদ কোচ ডিয়াজও কিন্তু  ছক কষতে শুরু করে দিয়েছেন । আদতে দুই স্প্যানিশ কোচের দ্বৈরথ একদম তুঙ্গে।

দুদলের ফুটবলারও কিন্তু ডার্বির উত্তাপে নিজেদের ইতিমধ্যেই সেঁকে নিতে শুরু করেছেন।

মোহনবাগানের গোলকিপার অমরিন্দর সিং এটাই তাঁর প্রথম ডার্বি। ফলে স্বাভাবিক ভাবেই শনিবার তিলক ময়দানের ডার্বি ঘিরে তাঁর উচ্ছ্বাস অন্যদের থেকে স্বাভাবিক ভাবেই বেশি।

প্রথম ম্যাচে মোহনবাগান জিতলেও জিততে পারেনি লাল-হলুদ শিবির।ইস্টবেঙ্গলের পেরেসিভিচ বলছিলেন প্রাক্টিস সহ আনুষাঙ্গিক অনেক কিছুই  নিয়েই সমস্যা ছিল, তবে তাঁরা দ্রুত উন্নতি করছেন, এটাই সবচেয়ে বড় কথা।

 আপাতত আগামী শনিবারের এই ডার্বি নিয়ে জমে উঠেছে সবুজ-মেরুণ লাল হলূড শিবিরের ডার্বির তরজা ।