০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আদালতে তোলা হল ইসলাম বিষয়ক বক্তা আবু ত্বহা সহ তার ২ সঙ্গীকে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ জুন ২০২১, শনিবার
  • / 78

 

আদালতে তোলা হল ইসলাম বিষয়ক বক্তা আবু ত্বহা সহ তার ২ সঙ্গীকে

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইরানি একরত্তি অনাহিতার নিষ্পাপ সৌন্দর্য

পুবের কলম, ওয়েবডেস্ক: ইসলাম বিষয়ক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান
ও তার দুই সঙ্গীকে আদালতে তুলেছে পুলিশ। শনিবার এমনটাই জানিয়েছেন মহানগর কোতোয়ালি
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা হাফিজুর রহমান। কোর্ট ইন্সপেক্টর নাজমুল ইসলাম
জানিয়েছেন, হাকে রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয় থেকে রাত সাড়ে ৯টার দিকে আদালতে
আনা হয়েছে। মেট্রোপলিটন জুডিশিয়াল আদালতের বিচারক কেএম হাফিজুর রহমানের আদালতে
জবানবন্দি দেন তিনি। এদিনই 
তাকে পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: বিজেপিতে বড় ভাঙ্গন , মিনাখাঁয় প্রায় ৫০০ নেতাকর্মী সমর্থক তৃণমূলে যোগদান

আবু ত্বহা মুহাম্মদ আদনানের নিখোঁজ হওয়া নিয়ে এখনও রহস্য রয়েছে। এই
প্রসঙ্গে  রংপুর কোতোয়ালি থানার এসআই এরশাদ
হোসেন জানিয়েছেন, শুক্রবার দুপুরে ইসলাম বিষয়ক এই বক্তাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ
থেকে উদ্ধার করা হয়েছে। বিকেলের দিকে রংপুরের আবহাওয়া অফিসের মাস্টারপাড়ায় ত্বহার
শ্বশুর আজহারুল ইসলামের বাড়ি থেকে তাকে পুলিশ বের করে নিয়ে যায়। তবে স্থানীয় এক
বাসিন্দার কথায়, শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি মাস্টারপাড়ায় তাকে দেখেন। কিন্তু
ত্বহা একদম চুপ ছিলেন তিনি।

আরও পড়ুন: রাজ্যপাল বরং বাইডেনকে বা রাষ্ট্রসংঘে নিজের অভিযোগ জানান, ধনকড়কে তীব্র কটাক্ষ জ্যেতিপ্রিয়র

১০ জুন থেকে চার সহযোগীসহ নিখোঁজ হন ত্বহা। কোথা থেকে কীভাবে
নিখোঁজ হন, এমন তথ্য দিতে পারছিল না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।

প্রসঙ্গত, সাত দিন নিখোঁজ থাকার পর, অবশেষে খোঁজ মেলে ইসলাম বিষয়ক বক্তা
আবু ত্বহা মুহাম্মদ আদনানের। গত বৃহস্পতিবার রাতে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ
হয়ে যান আবু ত্বহা মুহাম্মদ আদনান। তিনি তার দুজন সহকর্মী ও গাড়ির চালক সহ যাচ্ছিলেন।
চারজনেই নিখোঁজ হয়ে যান। এই ঘটনায় আদনানের স্ত্রী সাবেকুন নাহার এক সংবাদ সম্মেলন ডেকে
তার স্বামীসহ আরও যে তিন জন নিখোঁজ হয়েছেন তা জানিয়ে তাদের সবার সন্ধানের দাবি জানান।  পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আদনানকে খুঁজে
বের করার আবেদন জানানো হয়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আদালতে তোলা হল ইসলাম বিষয়ক বক্তা আবু ত্বহা সহ তার ২ সঙ্গীকে

আপডেট : ১৯ জুন ২০২১, শনিবার

 

আদালতে তোলা হল ইসলাম বিষয়ক বক্তা আবু ত্বহা সহ তার ২ সঙ্গীকে

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইরানি একরত্তি অনাহিতার নিষ্পাপ সৌন্দর্য

পুবের কলম, ওয়েবডেস্ক: ইসলাম বিষয়ক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান
ও তার দুই সঙ্গীকে আদালতে তুলেছে পুলিশ। শনিবার এমনটাই জানিয়েছেন মহানগর কোতোয়ালি
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা হাফিজুর রহমান। কোর্ট ইন্সপেক্টর নাজমুল ইসলাম
জানিয়েছেন, হাকে রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয় থেকে রাত সাড়ে ৯টার দিকে আদালতে
আনা হয়েছে। মেট্রোপলিটন জুডিশিয়াল আদালতের বিচারক কেএম হাফিজুর রহমানের আদালতে
জবানবন্দি দেন তিনি। এদিনই 
তাকে পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: বিজেপিতে বড় ভাঙ্গন , মিনাখাঁয় প্রায় ৫০০ নেতাকর্মী সমর্থক তৃণমূলে যোগদান

আবু ত্বহা মুহাম্মদ আদনানের নিখোঁজ হওয়া নিয়ে এখনও রহস্য রয়েছে। এই
প্রসঙ্গে  রংপুর কোতোয়ালি থানার এসআই এরশাদ
হোসেন জানিয়েছেন, শুক্রবার দুপুরে ইসলাম বিষয়ক এই বক্তাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ
থেকে উদ্ধার করা হয়েছে। বিকেলের দিকে রংপুরের আবহাওয়া অফিসের মাস্টারপাড়ায় ত্বহার
শ্বশুর আজহারুল ইসলামের বাড়ি থেকে তাকে পুলিশ বের করে নিয়ে যায়। তবে স্থানীয় এক
বাসিন্দার কথায়, শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি মাস্টারপাড়ায় তাকে দেখেন। কিন্তু
ত্বহা একদম চুপ ছিলেন তিনি।

আরও পড়ুন: রাজ্যপাল বরং বাইডেনকে বা রাষ্ট্রসংঘে নিজের অভিযোগ জানান, ধনকড়কে তীব্র কটাক্ষ জ্যেতিপ্রিয়র

১০ জুন থেকে চার সহযোগীসহ নিখোঁজ হন ত্বহা। কোথা থেকে কীভাবে
নিখোঁজ হন, এমন তথ্য দিতে পারছিল না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।

প্রসঙ্গত, সাত দিন নিখোঁজ থাকার পর, অবশেষে খোঁজ মেলে ইসলাম বিষয়ক বক্তা
আবু ত্বহা মুহাম্মদ আদনানের। গত বৃহস্পতিবার রাতে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ
হয়ে যান আবু ত্বহা মুহাম্মদ আদনান। তিনি তার দুজন সহকর্মী ও গাড়ির চালক সহ যাচ্ছিলেন।
চারজনেই নিখোঁজ হয়ে যান। এই ঘটনায় আদনানের স্ত্রী সাবেকুন নাহার এক সংবাদ সম্মেলন ডেকে
তার স্বামীসহ আরও যে তিন জন নিখোঁজ হয়েছেন তা জানিয়ে তাদের সবার সন্ধানের দাবি জানান।  পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আদনানকে খুঁজে
বের করার আবেদন জানানো হয়।