০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অভিষেক টেস্টেই হাফ সেঞ্চুরি শ্রেয়সের, দিনের শেষে ভারত ৪ উইকেটে ২৫৮

পুবের কলম
  • আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 56

পুবের কলম ওয়েবডেস্কঃ কানপুরে অভিষেক টেস্টেই সেঞ্চুরির পথে শ্রেয়স আইয়ার।  তার ও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ে ভরসা করেই প্রথম টেস্টের প্রথম দিনে প্রাথমিক ব্যাটিং ধাক্কা সামলে উঠে ভারত সুবিধাজনক অবস্থানে। কে এল রাহুল না থাকায় এদিন ভারতীয় দলের ওপেনিং স্লটে জায়গা হয় ময়াঙ্ক আগারওয়াল এর। কিন্তু তিনি ১৩ রানের বেশি এগোতে পারলেন না। জেমিসন এর বোলিং সামলাতে না পেরে ক্যাচ আউট হয়ে গেলেন। শুভমান গিল এদিন অবশ্য তুখোড় মেজাজে ছিলেন। স্টাইলে ব্যাট করে গেলেন।

হাফ সেঞ্চুরি  পূর্ণ করলেন। ৫২ রানে জেমিসন এর বল সামলাতে না পেরে বোল্ড হয়ে গেলেন। পুজারা তেমন ভরসা জোগাতে পারলেন না। রাহানে ৩৫ রান করলেন। ১৪৫ রানে যখন চার উইকেট পড়ে গিয়েছে, খেলা ধরলেন শ্রেয়স আইয়ার। সাউদি জেমিসন দের আগুনে বোলিংকে দারুণভাবে ডিফেন্স করলেন শ্রেয়স। অভিষেক টেস্টেই হাফ সেঞ্চুরি করলেন। সঙ্গে জাদেজাও মনকাড়া ক্রিকেট খেলেন। দিনের শেষে দুজনে অপরাজিত রয়ে গেলেন। শ্রেয়স রয়েছেন ৭৫ রানে, জাদেজা ৫০ রানে অপরাজিত আছেন । প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের রান ৪ উইকেটে ২৫৮ ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অভিষেক টেস্টেই হাফ সেঞ্চুরি শ্রেয়সের, দিনের শেষে ভারত ৪ উইকেটে ২৫৮

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ কানপুরে অভিষেক টেস্টেই সেঞ্চুরির পথে শ্রেয়স আইয়ার।  তার ও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ে ভরসা করেই প্রথম টেস্টের প্রথম দিনে প্রাথমিক ব্যাটিং ধাক্কা সামলে উঠে ভারত সুবিধাজনক অবস্থানে। কে এল রাহুল না থাকায় এদিন ভারতীয় দলের ওপেনিং স্লটে জায়গা হয় ময়াঙ্ক আগারওয়াল এর। কিন্তু তিনি ১৩ রানের বেশি এগোতে পারলেন না। জেমিসন এর বোলিং সামলাতে না পেরে ক্যাচ আউট হয়ে গেলেন। শুভমান গিল এদিন অবশ্য তুখোড় মেজাজে ছিলেন। স্টাইলে ব্যাট করে গেলেন।

হাফ সেঞ্চুরি  পূর্ণ করলেন। ৫২ রানে জেমিসন এর বল সামলাতে না পেরে বোল্ড হয়ে গেলেন। পুজারা তেমন ভরসা জোগাতে পারলেন না। রাহানে ৩৫ রান করলেন। ১৪৫ রানে যখন চার উইকেট পড়ে গিয়েছে, খেলা ধরলেন শ্রেয়স আইয়ার। সাউদি জেমিসন দের আগুনে বোলিংকে দারুণভাবে ডিফেন্স করলেন শ্রেয়স। অভিষেক টেস্টেই হাফ সেঞ্চুরি করলেন। সঙ্গে জাদেজাও মনকাড়া ক্রিকেট খেলেন। দিনের শেষে দুজনে অপরাজিত রয়ে গেলেন। শ্রেয়স রয়েছেন ৭৫ রানে, জাদেজা ৫০ রানে অপরাজিত আছেন । প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের রান ৪ উইকেটে ২৫৮ ।