০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় দলের জার্সিতে নয়া রেকর্ড বাংলার ঋদ্ধির, জানুন বিস্তারিত

পুবের কলম
  • আপডেট : ২৬ নভেম্বর ২০২১, শুক্রবার
  • / 234

Ranchi: India's Wriddhiman Saha addresses a press conference ahead of the 3rd Test match against South Africa at JSCA International Stadium in Ranchi on Oct 18, 2019. (Photo: Surjeet Yadav/IANS)

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক নয়া নজির গড়লেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান বাংলার ঋদ্ধিমান সাহা। ভারতীয় ক্রিকেটের ৭৫ বছরের ইতিহাসে তিনি দলের বয়স্কতম ক্রিকেটার যিনি জাতীয় দলের জার্সিতে টেস্ট খেলতে নামলেন।

১৯৪৬ সালে দত্তারাম হিন্ডলেকারের। উল্লেখ্য তিনি ৩৭ বছর ২৩১ দিনে ভারতের হয়ে টেস্টে খেলেছিলেন। কানপুরে গ্রীনপার্কে ২২ গজে কিউয়িদের বিরুদ্ধে কিপিং করতে নেমে এই রেকর্ড স্পর্শ করলেন বাংলার পাপালি।

আরও পড়ুন: cheteshwar pujara: আন্তর্জাতিক ক্রিকেট থেকে নীরব প্রস্থান পূজারার

৩৭ বছর ৩২ দিনে স্টাম্পের পিছনে দাঁড়ালেন এই উইকেট রক্ষক ব্যটসম্যান।ঋদ্ধি ভেঙে দিলেন কিংবদন্তি ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ারের রেকর্ড । ফারুক ভারতের হয়ে ৩৬ বছর ৩৩৮ দিনে ভারতের জার্সিতে টেস্টে খেলেছিলেন।

আরও পড়ুন: ৩০০ কোটি টাকার প্রস্তান ফেরালেন Virat Kohli

বাংলার হয়ে অনুর্ধ্ব -১৯ পর্যায় থেকে খেলা শুরু করে রঞ্জি ট্রফি হয়ে জাতীয় দলের হয়ে খেলা অন্যতম সফল বাঙালি ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। ২০০৬-০৭ মরশুমে বাঙলার হয়ে রঞ্জিতে হায়দরাবাদ দলের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তার। দীপ দাশগুপ্তের পরিবর্ত হিসেবে তার অভিষেক হয়েছিল রাজ্য দলের হয়ে। বাংলার হয়েই অভিষেকে শতরান করারও নজির রয়েছে তার।

আরও পড়ুন: ICC Champions Trophy: তরুণ ব্রিগেডকে সালাম বিরাটের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাতীয় দলের জার্সিতে নয়া রেকর্ড বাংলার ঋদ্ধির, জানুন বিস্তারিত

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক নয়া নজির গড়লেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান বাংলার ঋদ্ধিমান সাহা। ভারতীয় ক্রিকেটের ৭৫ বছরের ইতিহাসে তিনি দলের বয়স্কতম ক্রিকেটার যিনি জাতীয় দলের জার্সিতে টেস্ট খেলতে নামলেন।

১৯৪৬ সালে দত্তারাম হিন্ডলেকারের। উল্লেখ্য তিনি ৩৭ বছর ২৩১ দিনে ভারতের হয়ে টেস্টে খেলেছিলেন। কানপুরে গ্রীনপার্কে ২২ গজে কিউয়িদের বিরুদ্ধে কিপিং করতে নেমে এই রেকর্ড স্পর্শ করলেন বাংলার পাপালি।

আরও পড়ুন: cheteshwar pujara: আন্তর্জাতিক ক্রিকেট থেকে নীরব প্রস্থান পূজারার

৩৭ বছর ৩২ দিনে স্টাম্পের পিছনে দাঁড়ালেন এই উইকেট রক্ষক ব্যটসম্যান।ঋদ্ধি ভেঙে দিলেন কিংবদন্তি ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ারের রেকর্ড । ফারুক ভারতের হয়ে ৩৬ বছর ৩৩৮ দিনে ভারতের জার্সিতে টেস্টে খেলেছিলেন।

আরও পড়ুন: ৩০০ কোটি টাকার প্রস্তান ফেরালেন Virat Kohli

বাংলার হয়ে অনুর্ধ্ব -১৯ পর্যায় থেকে খেলা শুরু করে রঞ্জি ট্রফি হয়ে জাতীয় দলের হয়ে খেলা অন্যতম সফল বাঙালি ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। ২০০৬-০৭ মরশুমে বাঙলার হয়ে রঞ্জিতে হায়দরাবাদ দলের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তার। দীপ দাশগুপ্তের পরিবর্ত হিসেবে তার অভিষেক হয়েছিল রাজ্য দলের হয়ে। বাংলার হয়েই অভিষেকে শতরান করারও নজির রয়েছে তার।

আরও পড়ুন: ICC Champions Trophy: তরুণ ব্রিগেডকে সালাম বিরাটের