রাতে ঘুমোতে পারিনিঃ শ্রেয়স
- আপডেট : ২৬ নভেম্বর ২০২১, শুক্রবার
- / 93
পুবের কলম ওয়েব ডেস্কঃ কানুপরের গ্রিন পার্কে অভিষেক টেস্ট খেলতে নেমেই ঝকঝকে শতরান করলেন ভারতীয় তরুণ তুর্কী শ্রেয়স আইয়ার। প্রথম দিনে তিনি ৭৫ রানে অপরাজিত ছিলেন। তারপরে শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে ১০৫ রান করে সাউদির বলে ইয়ংয়ের হাতে ধরা পড়েন শ্রেয়স।
এদিন ম্যাচের পরে তিনি জানান– অভিষেক টেস্টে সেঞ্চুরি পাওয়ার আশায় রাতভর ঘুমোতে পারেননি।
শুক্রবার ম্যাচের শেষে শ্রেয়স বলেন– ‘প্রথম দিন যেভাবে ব্যাটিং করেছিলাম– তাতে আমি খুব খুশি ছিলাম। ভেবেছিলাম রাত্রে ভালো করে ঘুমোতে পারব। কিন্তু গতরাতে আমি ঘুমোতেই পারিনি। আজ (শুক্রবার) ভোরবেলায় উঠে পড়েছিলাম। তারপরে যখন শতরান করতে পারলাম তখন দারুণ অনুভূতি হচ্ছিল।’
অভিষেক টেস্টে শতরান করার জন্য শচীন তেন্ডুলকর থেকে শুরু করে দেশের একাধিক প্রাক্তন তারকা শ্রেয়সকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন।
প্রসঙ্গত– অভিষেক টেস্টে কিংবদন্তি সুনীল গাভাসকরের থেকে ‘টেস্ট ক্যাপ’ পেয়েছিলেনে শ্রেয়স। এই প্রসঙ্গে ভারতের এই তরুন ব্যাটার বলেন– ‘তিনি (গাভাসকর) আমাকে সবসময় অনুপ্রাণিত করেন। তিনি আমাকে বলেন– অতীতে যা হয়েছে তাই নিয়ে যেন বেশি না ভাবি। ভবিষ্যত নিয়েও যেন বেশি চিন্তা না করি। শুধু বর্তমানে যেন নিজের খেলাটা উপভোগ করি।



























