০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সানরাইজার্স ছাড়তে পারেন রশিদ খান

পুবের কলম
  • আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার
  • / 16

পুবের কলম ওয়েবডেস্কঃ সামনের আইপিএলের নিলামের আগে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি সবচেয়ে খুশি থাকে, সেটা সানরাইজার্স হায়দরাবাদ। এই মুহূর্তে দলটি নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। তবে রিটেনশন নিয়মের কারণে তৈরি হয়েছে ঝামেলা। ৪ জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ থাকলেও সানরাইজার্স ২ জন ধরে রাখবে। এই দু’জন হলেন- রশিদ খান এবং কেন উইলিয়ামসন। তবে এখন জানা যাচ্ছে, এই দুজনের থেকে কোন ক্রিকেটারকে তারা প্রথম রিটেনশন বানাবে সেটা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

সানরাইজার্স অবশ্য প্রথম রিটেনশন হিসাবে ধরে রাখতে চাইছে কেন উইলিয়ামসনকে। দ্বিতীয় পছন্দ  রশিদ খান। নিয়ম অনুযায়ী, প্রথম রিটেনশনের ক্ষেত্রে বেতন বেশি দিতে হবে ফ্র্যাঞ্চাইজিকে। দ্বিতীয় রিটেনশন আবার প্রথমের থেকে বেতন অনেকটাই কমে পাবে। রিটেনশনের ক্ষেত্রে বেতনের তফাৎ হবে প্রায় ৪ কোটি টাকা। এই সমস্যার ফলে রশিদ খান দলের দ্বিতীয় রিটেনশন হতে রাজি নন। তিনি একনম্বর রিটেনশন হতে চান।এমন অবস্থায় কোন তারকাকে প্রথম রিটেনশন করা হবে, সেটা ঠিক করতে ঝামেলায় পড়েছে সানরাইজার্স। ৩০ নভেম্বরের মধ্যেই রিটেনশনের তালিকা জমা দেবে তারা। জানা গিয়েছে, সেখানে রশিদের দাবি পূরণ না হলে তিনি হয়তো অভিমানে সানরাইজার্স ছেড়ে নিজেকে নিলামে তুলবেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সানরাইজার্স ছাড়তে পারেন রশিদ খান

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সামনের আইপিএলের নিলামের আগে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি সবচেয়ে খুশি থাকে, সেটা সানরাইজার্স হায়দরাবাদ। এই মুহূর্তে দলটি নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। তবে রিটেনশন নিয়মের কারণে তৈরি হয়েছে ঝামেলা। ৪ জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ থাকলেও সানরাইজার্স ২ জন ধরে রাখবে। এই দু’জন হলেন- রশিদ খান এবং কেন উইলিয়ামসন। তবে এখন জানা যাচ্ছে, এই দুজনের থেকে কোন ক্রিকেটারকে তারা প্রথম রিটেনশন বানাবে সেটা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

সানরাইজার্স অবশ্য প্রথম রিটেনশন হিসাবে ধরে রাখতে চাইছে কেন উইলিয়ামসনকে। দ্বিতীয় পছন্দ  রশিদ খান। নিয়ম অনুযায়ী, প্রথম রিটেনশনের ক্ষেত্রে বেতন বেশি দিতে হবে ফ্র্যাঞ্চাইজিকে। দ্বিতীয় রিটেনশন আবার প্রথমের থেকে বেতন অনেকটাই কমে পাবে। রিটেনশনের ক্ষেত্রে বেতনের তফাৎ হবে প্রায় ৪ কোটি টাকা। এই সমস্যার ফলে রশিদ খান দলের দ্বিতীয় রিটেনশন হতে রাজি নন। তিনি একনম্বর রিটেনশন হতে চান।এমন অবস্থায় কোন তারকাকে প্রথম রিটেনশন করা হবে, সেটা ঠিক করতে ঝামেলায় পড়েছে সানরাইজার্স। ৩০ নভেম্বরের মধ্যেই রিটেনশনের তালিকা জমা দেবে তারা। জানা গিয়েছে, সেখানে রশিদের দাবি পূরণ না হলে তিনি হয়তো অভিমানে সানরাইজার্স ছেড়ে নিজেকে নিলামে তুলবেন।