টি-২০ সিরিজে বিশ্রামে উইলিয়ামসন

- আপডেট : ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার
- / 45

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122
পুবের কলম ওয়েবডেস্ক: কেন উইলিয়ামসনের নেতৃত্বে সদ্য টি-২০ বিশ্বকাপে রানার-আপ হয়েছে নিউজিল্যান্ড। ফাইনালে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। এদিকে ভারতের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজে উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিল কিউয়ি টিম ম্যানেজমেন্ট। তাঁর বদলে টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। টিম ইন্ডয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে অবশ্য খেলবেন উইলিয়ামসন। প্রসঙ্গত– ভারত-নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ বুধবার। তারপরের দুটি ম্যাচ যথাক্রমে রাঁচি এবং কলকাতায়। এবং সিরিজের প্রথম টেস্ট ২৫ নভেম্বর থেকে কানপুরে।
নিউজিল্যান্ডের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে– ‘ভারতের বিরুদ্ধে পাঁচ দিনের মধ্যে তিনটি ম্যাচ থাকায় উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁকে বলা হয়েছে জয়পুরে টেস্ট দলের সঙ্গে যোগ দিতে। সেখানে টেস্টের জন্য প্রস্তুতি সারবেন তিনি। উইলিয়ামসনের জায়গায় টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি।’
কিউয়ি দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে– চোটের জন্য বিশ্বকাপে না থাকা লাকি ফার্গুসন এখন অনেকটাই ফিট। তাঁকে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে পাওয়া যাবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।