২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কোহলির রেস্টুরেন্ট: নেই সমকামীদের প্রবেশাধিকার

পুবের কলম
  • আপডেট : ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 35

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122

পুবের কলম ওয়েবডেস্কঃ বিরাট কোহলিকে ঘিরে ফের বিতর্ক।তার রেস্টুরেন্টের বিরুদ্ধে এবার লিঙ্গ বৈষম্যের অভিযোগ। বিতর্কের জন্ম দিয়েছে বিরাট কোহলির রেস্টুরেন্ট ‘ওয়ান৮ কমিউন’। পুণেতে তার রেস্টুরেন্টের বিরুদ্ধে এলজিবিটিকিউআইএ+ মানুষের অধিকার নিয়ে কাজ করা ‘ইয়েসউইএক্সজিস্ট’ নামের সংগঠন সমকামী বিদ্বেষের অভিযোগ তুলেছে ।

সংগঠনটি অভিযোগ , কেবল বিসমকামী যুগল ও মেয়েরাই ঢুকতে পারে রেস্টুরেন্টটিতে। সেখানে সমকামীদের প্রবেশের কোনো সুযোগ নেই। যা নিয়ে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে কোহলির বিরুদ্ধে। জানা গিয়েছে, ইয়েসউইএক্সজিস্ট নামের সংগঠনটি শুরুতে বার্তা পাঠিয়ে কোনো সাড়া পায়নি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছ থেকে। পরে ফোন করলে বিষয়টি স্বীকার করে নেয় তারা।সংগঠনটি আরও জানিয়েছে, রেস্টুরেন্টে সমকামী যুগল বা সমকামী যুবকদের প্রবেশের অনুমতি নেই। তবে পোশাক-পরিচ্ছদ দেখিয়ে ঢোকার অনুমতি মেলে রূপান্তরকামী মহিলাদের।

আরও পড়ুন: ভূমিকম্পের জন্য সমকামীরা দায়ী: রাব্বি

যদিও লিঙ্গ বৈষম্যের  অভিযোগ উড়িয়ে দিয়ে ‘ওয়ান৮ কমিউন’ রেস্টুরেন্ট। তাদের দাবী, কোনো পুরুষ একা এলে তাকে আমরা ঢুকতে দিই না। মহিলাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই নিয়ম চালু করা হয়েছে। যদি ছেলেমেয়েদের দল আসে, তাতে কোনো সমস্যা নেই। লিঙ্গের ভিত্তিতে কোনো নিষেধাজ্ঞা নেই।

আরও পড়ুন: কেন সমকামীদের উপর এই ধরনের আক্রমণ!

আরও পড়ুন: বিশ্বকাপে সমকামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোহলির রেস্টুরেন্ট: নেই সমকামীদের প্রবেশাধিকার

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বিরাট কোহলিকে ঘিরে ফের বিতর্ক।তার রেস্টুরেন্টের বিরুদ্ধে এবার লিঙ্গ বৈষম্যের অভিযোগ। বিতর্কের জন্ম দিয়েছে বিরাট কোহলির রেস্টুরেন্ট ‘ওয়ান৮ কমিউন’। পুণেতে তার রেস্টুরেন্টের বিরুদ্ধে এলজিবিটিকিউআইএ+ মানুষের অধিকার নিয়ে কাজ করা ‘ইয়েসউইএক্সজিস্ট’ নামের সংগঠন সমকামী বিদ্বেষের অভিযোগ তুলেছে ।

সংগঠনটি অভিযোগ , কেবল বিসমকামী যুগল ও মেয়েরাই ঢুকতে পারে রেস্টুরেন্টটিতে। সেখানে সমকামীদের প্রবেশের কোনো সুযোগ নেই। যা নিয়ে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে কোহলির বিরুদ্ধে। জানা গিয়েছে, ইয়েসউইএক্সজিস্ট নামের সংগঠনটি শুরুতে বার্তা পাঠিয়ে কোনো সাড়া পায়নি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছ থেকে। পরে ফোন করলে বিষয়টি স্বীকার করে নেয় তারা।সংগঠনটি আরও জানিয়েছে, রেস্টুরেন্টে সমকামী যুগল বা সমকামী যুবকদের প্রবেশের অনুমতি নেই। তবে পোশাক-পরিচ্ছদ দেখিয়ে ঢোকার অনুমতি মেলে রূপান্তরকামী মহিলাদের।

আরও পড়ুন: ভূমিকম্পের জন্য সমকামীরা দায়ী: রাব্বি

যদিও লিঙ্গ বৈষম্যের  অভিযোগ উড়িয়ে দিয়ে ‘ওয়ান৮ কমিউন’ রেস্টুরেন্ট। তাদের দাবী, কোনো পুরুষ একা এলে তাকে আমরা ঢুকতে দিই না। মহিলাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই নিয়ম চালু করা হয়েছে। যদি ছেলেমেয়েদের দল আসে, তাতে কোনো সমস্যা নেই। লিঙ্গের ভিত্তিতে কোনো নিষেধাজ্ঞা নেই।

আরও পড়ুন: কেন সমকামীদের উপর এই ধরনের আক্রমণ!

আরও পড়ুন: বিশ্বকাপে সমকামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা